সপ্তম পরিচ্ছেদ মহাশ্বেতা-ভবনে কপিঞ্জল দিবাবসানে দিবাকরের বিরহে পূৰ্ব্বদিক্ আমার স্তায় মলিন হইল। মদীয় হৃদয়ের স্তায় পশ্চিমদিকের রাগ বৃদ্ধি হইতে লাগিল। দুই এক দণ্ড বেলা আছে এমন সময়ে ছত্রধারিণী আসিয়া কহিল ভর্তুদারিকে । আমরা স্নান করিতে গিয়া যে দুই জন মুনিকুমার দেখিয়াছিলাম তাহদের এক জন দ্বারে দণ্ডায়মান আছেন। বলিলেন অক্ষমালা লইতে আসিয়াছি। মুনিকুমার এই শব্দ শ্রবণ মাত্র অতিমাত্র ব্যস্ত হইয়া কহিলাম শীঘ্র সঙ্গে করিয়া লইয়া আইস। যেরূপ রূপের সহায় যৌবন, যৌবনের সহায় মকরকেতন, মকরকেতনের সহায় বসন্তকাল, বসন্তকালের সহায় মলয়পবন, সেইরূপ তিনি পুওরীকের সখা, নাম কপিঞ্জল দেখিবমাত্র চিনিলাম। র্তাহার বিষন্ন আকার দেখিয়া বোধ হইল যেন, কোন অভিপ্রায়ে আমাকে কিছু বলিতে আসিয়াছেন। আমি উঠিয়া প্রণাম করিয়া সমাদরে আসন প্রদান করিলাম। আসনে উপবেশন করিলে চরণ ধৌত করিয়া দিলাম। অনস্তর কিছু বলিতে ইচ্ছা করিয়া আমার নিকটে উপবিষ্ট তরলিকার প্রতি দৃষ্ট পাত করাতে আমি তাহার দৃষ্টতেই অভিপ্রায় বুঝিতে পারিয়া বিনয়বাক্যে কছিলাম ভগবন্! আমা হইতে ইহাকে ভিন্ন ভাবিবেন না। যাহা আদেশ করিতে অভিলাষ হয় আশঙ্কিত ও অসঙ্কুচিত চিত্তে আজ করুন। ১
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।