কাদম্বরী । ৭৩ পারেন না । কি আশ্চৰ্য্য ! দুরাত্ম। এই অগাধ গাম্ভীৰ্য্যসাগরকেও ক্ষণকালের মধ্যে তুশের ন্যায় আসার ও অপদার্থ করিয়া ফেলিল । এক্ষণে কি করি, কোন দিকে যাই, কি উপায়ে বান্ধবের প্রাণ রক্ষা হয়। দেখিতেছি মহাশ্বেতা ভিন্ন আর কোন উপায় নাই। বন্ধু স্বভাবতঃ ধীর, প্ৰগল্ভতা অবলম্বন করিয়! আপনি কদাচ তাহার নিকট যাইতে পরিবেন না । শাস্ত্রকারেরা গর্হিত অকার্য্য দ্বারাও সুহৃদের প্রাণ রক্ষা কৰ্ত্তব্য বলিয়া থাকেন মুতরাং অতি লজ্জাকর ও মানহানিকর কৰ্ম্মও আমার কৰ্ত্তব্যপক্ষে পরিগণিত হইল। ভাবিলাম যদি বন্ধুকে বলি যে, তোমার মনোরথ সফল করিবার নিমিত্ত মহাশ্বেতার নিকট চলিলাম, তাহা হইলে, পাছে লজ্জাক্রমে বারণ করেন এই নিমিত্ত র্তাহাকে কিছু না বলিয়া ছলক্রমে তোমার নিকট আসিয়াছি। এই সময়ের সমুচিত, সেইরূপ অমুরাগের সমুচিত ও আমার আগমনের সমুচিত যাহা হয় কর, বলিয়া আমি কি উত্তর দিই শুনিবার আশয়ে তিনি আমার মুখ পানে চাহিয়া রছিলেন । ৭ আমি তাহার সেই কথা শুনিয়া মুখময় হ্রদে, অমৃতময় সরে:বরে নিমগ্ন হইলাম। লজ্জ ও হর্ষ একদা আমার মুখমণ্ডলে আপন আপন ভাব প্রকাশ করিতে লাগিল। ভাবিলাম অনঙ্গ সৌভাগ্যক্রমে আমার ছায় তাহাকেও সস্তাপ দিতেছে। শাস্তস্বভাব তপস্বী কপিঞ্জল স্বপ্নেও মিথ্যা কহেন না। ইনি সত্যই কহিতেছেন, সন্দেহ নাই। এক্ষণে আমার কি কর্তব্য ও কি বক্তব্য এইরূপ ভাবিতেছি এমন সময়ে প্রতীহারী আসিয়া কহিল ভঞ্জদারিকে ! তোমার শরীর অমুস্থ হইয়াছে শুনিয়া মহাদেবী দেখিতে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।