পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՅ কাদম্বরী। আসিতেছেন। কপিঞ্জল এই কথা শুনিয়া সত্বরে গাত্রে খানপূর্বক কহিলেন রাজপুত্র! ভগবান, ভুবনত্রয়চূড়ামণি দিনমণি অস্ত গমনের উপক্রম করিতেছেন। আর আমি অপেক্ষা করিতে পারি না। যাহা কৰ্ত্তব্য করিও বলিয়া আমার উত্তর বাক্য ন। শুনিয়াই শীঘ্র প্রস্থান করিলেন । তিনি প্রস্থান করিলে. এরূপ অন্তমনস্ক হইয়াছিলাম যে, জননী আসিয়া কি বলিলেন কি করিলেন কিছুই জানিতে পারি নাই। কেবল এইমাত্র স্মরণ হয়। তিনি অনেক ক্ষণ আমার নিকটে ছিলেন । ৮ : তিনি আপন আলয়ে প্রস্থান করিলে উদ্ধে দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম দিনমণি অন্তগত হইয়াছেন। চতুর্দিক অন্ধকারে আচ্ছন্ন। তরলিকাকে জিজ্ঞাসা করিলাম তরলিকে ! তুমি দেখিতেছ না আমার হৃদয় আকুল হইয়াছে ও ইন্দ্রিয় বিকল হইয়া যাইতেছে। কি কৰ্ত্তব্য কিছুই বুঝিতে পারিতেছি না। কপিঞ্জল যাহা বলিয়া গেলেন স্বকৰ্ণে শুনিলে। এক্ষণে যাহা কৰ্ত্তব্য উপদেশ দাও। যদি ইতর কন্যার দ্যায় লজ্জা, ধৈর্য্য, বিনয় ও কুলে জলাঞ্জলি দিয়া জনাপবাদ অবহেলন ও সদাচার উল্লঙ্ঘন করিয়া, পিতা মাত কর্তৃক অননুজ্ঞাত হইয়া স্বয়ং অভিসারিকাবৃত্তি অবলম্বন করি, তাহ হইলে, গুরুজনের অতিক্রম ও কুলমৰ্য্যাদার উল্লঙ্ঘন জন্ত অধৰ্ম্ম হয়। যদি কুলধৰ্ম্মের অনুরোধে মৃত্যু অঙ্গীকার করি তাহা হইলে প্রথম পরিচিত, স্বয়মাগত, কপিঞ্জলের প্রণয়ভঙ্গ জন্য পাপ এবং আশাভঙ্গ দ্বারা সেই তপোধন যুবার কোন অনিষ্ট ঘটিলে ব্ৰহ্মহত্যা ও তপস্বিহত্যা জন্য মহাপাতকে লিপ্ত হইতে হয়। ৯