পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। ግቅ দেখিতে পাইল না। প্রমদবনের নিকটে যে দ্বার ছিল তাহী উদঘাটনপূর্বক বাট হইতে নির্গত হইয়া প্রিয়তমের সমীপে চলিলাম। যাইতে যাইতে ভাবিলাম অভিসারপথে প্রস্থিত ব্যক্তির দাস দাসী ও বাহ আড়ম্বরের প্রয়োজন থাকে না। যেহেতু কন্দৰ্প সদৰ্পে শরাসনে শর সন্ধানপুৰ্ব্বক অগ্ৰে অগ্ৰে গমন করিয়া সহায়তা করেন। চন্দ্র পথ আলোকময় করিয়া পথপ্রদর্শক হন। হৃদয় পুরোবৰ্ত্তী হইয়া অভয় প্রদান করে। ২ কিঞ্চিদের যাইয়া তরলিকাকে কহিলাম তরলিকে ! চন্দ্র ষেরুপ আমাকে তাহার নিকট লইয়া যাইতেছেন এমনি তাহাকে কি আমার নিকটে লইয়া আদিতে পারেন না ? তরলিকা হাসিয়া বলিল ভর্তৃদারিকে ! চন্দ্র কি জন্য আপনার বিপক্ষের উপকার করিবেন ? পুণ্ডরীক যেরূপ তোমার রূপলাবণ্যে মোহিত হইয়াছেন, চন্দ্রও সেইরূপ তোমার নিরুপম সৌন্দৰ্য্য দর্শনে মুগ্ধ হইয়া প্রতিবিম্বচ্ছলে তোমার গাত্র স্পর্শ ও কর দ্বারা পুনঃ পুন: চরণ ধারণ করিতেছেন। বিরহীর স্তার ইহার শরীরও পাণ্ডুবৰ্ণ হইয়াছে। তৎকালোচিত এই সকল পরিহাসবাক্য কহিতে কহিতে সরোবরের নিকটবৰ্ত্তী হইলাম। কৈলাসপৰ্ব্বত হইতে প্রবাহিত চন্দ্ৰকান্তমণির প্রস্রবণে চরণ ধৌত করিতেছিলাম এমন সময়ে সরোবরের পশ্চিম তীরে রোদনধ্বনি শুনিলাম। কিন্তু দূর প্রযুক্ত মুস্পষ্ট কিছু বুঝা গেল না। আগমনকালে দক্ষিণ চক্ষু স্পদ হওয়াতে মনে মনে সাতিশয় শঙ্কা ছিল এক্ষণে অকস্মাৎ রোদনধ্বনি শুনিয়া নিতান্ত ভীত হইলাম। ভয়ে কলেবর কঁাপিতে লাগিল। যে দিকে শব্দ হইতেছিল উৰ্দ্ধশ্বাসে সেই দিকে দোঁড়িতে লাগিলাম। ৩