ԳԵ- কাদম্বরী । অনন্তর নিঃশব্দ নিশীথপ্রভাবে দূর হইতেই হা হতোহম্মি— ঙ্গ দগ্ধোইস্মি—হায় কি হইল—রে দুরাত্ম পাপকারিন পিশাচ মদন ! কি কুকৰ্ম্ম করিলি—আঃ পাপীয়সি । দুৰ্ব্বিনীতে মহাশ্বেতে । ইনি তোমার কি অপকার করিয়াছিলেন—রে দুশ্চরিত্র চন্দ্র চণ্ডাল । এক্ষণে তুই কুতকার্য্য হইলি—রে দক্ষিণানিল ! তোর মনোরথ পূর্ণ হইল—হা পুত্রবৎসল ভগবন শ্বেতকেতো ! তোমার সর্বস্ব অপহৃত হইয়াছে বুঝিতে পারিতেছ না ? হে ধৰ্ম্ম ! তোমাকে আর অতঃপর কে আশ্রয় করিবে ? হে তপঃ ! এত দিনের পর তুমি নিরাশ্রয় হইলে । সরস্বতি ! তুমি বিধবা হইলে । সত্য ! তুমি অনাথ হইলে । হায় ! এত দিনের পর স্বরলোক শূন্ত হইল। সখে । ক্ষণকাল অপেক্ষা কর আমি তোমার অমুগমন করি। চিরকাল একত্র ছিলাম ; এক্ষণে সহায়হীন, বান্ধববিহীন হইয়া কিরূপে এই দেহভার বহন করিব ? কি আশ্চৰ্য্য ! আজন্মপরিচিত ব্যক্তিকেও অপরিচিতের ন্যায় অদৃষ্টপূৰ্ব্বের ন্যায় পরিত্যাগ করিয়া গেলে ? যাইবার সময় এক বার জিজ্ঞাসাও করিলে না ? এরূপ কৌশল কোথায় শিখিলে ? এরূপ নিষ্ঠুরতা কাহার নিকট অভ্যাস করিলে ? হায় ! এক্ষণে মুহৎশৃন্ত, সহোদরশুন্ত হইয়া কোথায় যাইব ? কাহার শরণাপন্ন হইব ? কাহার সহিত আলাপ করিব ? এত দিনের পর অন্ধ হইলাম। দশ দিক শূন্য দেখিতেছি। সকলই অন্ধকারময় বোধ হইতেছে। এই ভারভূত জীবনে আর প্রয়োজন কি ? সখে । এক বার আমার কথার উত্তর দাও। এক বার নয়ন উন্মীলন কর। আমি তোমার প্রফুল্ল মুখকমল এক বার অবলোকন করিয়া জন্মের মত বিদায় হই। আমার সহিত তোমার
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।