পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । وجسوا প্রতি দৃষ্টিপাত কর, তাহা হইলেই কৃতাৰ্থ হই। আমার আর উপায়ান্তর নাই। আমি তোমার ভক্ত ও তোমার প্রতিই সাতিশয় অনুরক্ত। তোমা বই কাহাকেও জানি না। তুমি দয়া না করিলে আর কে দয়া করিবে ? অা—এখনও জীবিত আছি ! না পিতা মাতার বশবৰ্ত্তিন হইলাম, না বন্ধুবর্গের ভয় রাখিলাম, না আত্মীয়গণের অপেক্ষা করিলাম। সমুদায় পরিত্যাগ করিয়া র্যাহার আশ্রয় লইতে আসিয়াছি সেই প্ৰাণেশ্বর কোথায় ? তিনি কি আমার নিমিত্ত প্রাণ ত্যাগ করিয়াছেন ? অরে কৃতঘ্ন প্রাণ ! তুই আর কেন যাতনা স্ ি? আ—এই হতভাগিনীর মৃত্যু নাই! যমও এই পাপকারিণীকে স্পর্শ করিতে ঘৃণা করেন। কি জন্ত আমি তোমাকে তাদৃশ অনুরক্ত দেখিয়াও গৃহে গমন করিয়াছিলাম ? আমার গৃহে প্রয়োজন কি ? পিতা, মাত, বন্ধুজন ও পরিজনের ভর কি ? হায়—এক্ষণে কাহার শরণাপন্ন হই! কোথায় যাই । অয়ি বনদেবতে। ভগবতি ভবিতব্যতে | অম্ব বসুন্ধরে | করুণা প্রকাশ করিয়া দয়িতের জীবন - প্রদান কর । গ্রহাবিষ্টার স্যায়, উন্মত্তার স্তায় এইরূপ কত প্রকায় বিলাপ করিয়াছিলাম সকল এক্ষণে স্মরণ হয় না। আমার বিলাপ শ্রবণে অজ্ঞান পশু পক্ষীরাও হাহাকার করিয়াছিল এবং পল্লবপাতচ্ছলে তরুগণেরও অশ্রপাত হইয়াছিল। এতক্ষণে পুনর্জীবিত্ত হইয়াছেন মনে করিয়া প্ৰাণেশ্বরের হৃদয় স্পর্শ করিয়া দেখিলাম, কিন্তু জীবন কোথায় ? প্রাণবায়ু এক বার প্রয়াণ করিলে আর কি প্রত্যাগত হয় । দৈব প্রতিকূল হইলে আর কি শুভ গ্রহ সঞ্চায় হয় ? আমার আগমন পর্যন্ত তুই প্রিয়তমের প্রাণ রক্ষা করিতে পারিস নাই বলিয়া একারলীমালাকে কত তিরস্কার করিলাম। N9