কাদম্বরী । جاسb প্রসন্ন হও, প্ৰাণেশ্বরের প্রাণ দান কর রলিয়া কপিঞ্জলের চরণ ও তরলিকার কণ্ঠ ধারণপূর্বক দীননয়নে রোদন করিতে লাগিলাম। সে সময়ে অশ্রুতপূৰ্ব্ব, অশিক্ষিতপূৰ্ব্ব, অনুপদিষ্টপূৰ্ব্ব, যে সকল করুণ বিলাপ মুখ হইতে নির্গত হইয়াছিল তাহা চিন্তা করিলেও আর মনে পড়ে না । সে এক সময়, তখন সাগরের তরঙ্গের ন্যায় দুই চক্ষু দিয়া অনবরত অশ্রুধারা পড়িতে লাগিল ও ক্ষণে ক্ষণে মূৰ্ছা হইতে লাগিল। ৭ এইরূপে অতীত আত্মবৃত্তান্তের পরিচয় দিতে দিতে অতীত শোকদুঃখের অবস্থা স্মৃতিপথবর্তনী হওয়াতে মহাশ্বেত মূৰ্ছাপন্ন ও চৈতন্যশৃষ্ঠ হইয়া যেমন শিলাতল হইতে ভূতলে পড়িতেছিলেন অমনি চন্দ্রাপীড় কর প্রসারিত করিয়া ধরিলেন এবং অশ্রজলাদ্র। তদীয় উত্তরীয় বন্ধল দ্বারা বীজন করিতে লাগিলেন। ক্ষণকালের পর সংজ্ঞ। প্রাপ্ত হইলে চন্দ্রাপীড় বিষন্ন বদনে ও দুঃখিত চিত্তে কছিলেন কি দুষ্কৰ্ম্ম করিয়াছি! আপনার নির্বাপিত শোক পুনরুদ্দীপিত করিয়া দিলাম। আর সে সকল কথায় প্রয়োজন নাই । উহ! শুনিতে আমারও কষ্ট বোধ হইতেছে। অতিক্রান্ত দুরবস্থাও কীৰ্ত্তনেয় সময় প্রত্যক্ষানুভূতের ন্তায় ক্লেশজনক হয়। যাহা হউক, পতনোন্মুখ প্রাণকে অতীব দুঃখের পুনঃ পুনঃ স্মরণ রূপ হুতাশনে নিক্ষিপ্ত করিবার আর আবশ্বকতা নাই। ৮ , , মহাশ্বেতা দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ এবং নিৰ্ব্বেদ প্রকাশপূৰ্ব্বক কহিলেন রাজকুমার! সেই দারুণ ভয়ঙ্করী বিভাবীতে যে প্রাণ পরিত্যাগ করিয়া যায় নাই, সে যে কখন পরিত্যাগ করিবে , এমন विश्वान श्ब ब । जांबि यक्रश्न भां★ौद्रगौ cरु शृङ्काउं, श्रांगांब्र मर्नन
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।