ԵաԵ- কাদম্বরী । আহুতি দেন নাই। কিন্তু উহারা সকলেই পতিব্ৰতা বলিয়া জগতে বিখ্যাত। এইরূপ শত শত পতিপ্রাণী যুবতী পতির মরণেও জীবিত ছিল শুনিতে পাওয়া যায়। তাহারাই যথার্থ বুদ্ধিমতী ও যথার্থ ধৰ্ম্মের গতি বুঝিতে পারিয়াছিল । বিবেচনা করিলে স্বার্থপর লোকেরাই দুঃসহ বিরহযন্ত্রণা সহ্য করিতে না পারিয়া অনুমরণ অবলম্বন করে। কেহ বা অহঙ্কার প্রকাশের নিমিত্ত এই পথে প্রবৃত্ত হয়। ফলতঃ ধৰ্ম্মবুদ্ধিতে প্রায় কেহ অমুম্বত হয় না। আপনি মহাপুরুষ কর্তৃক আশ্বাসিত হইয়াছেন, তিনি যে মিথ্যা কথা দ্বারা প্রতারণা করিবেন এমন বোধ হয় না। দৈব অনুকূল হইয়া আপনার প্রতি অনুকম্প প্রকাশ করিবেন, সন্দেহ নাই। মরিলে পুনৰ্ব্বার জীবিত হর, এ কথা নিতান্ত অসম্ভাবিত নহে। পূৰ্ব্ব কালে গন্ধৰ্ব্বরাজ বিশ্বাবসুর ঔরসে মেনকার গর্ভে প্রমস্বরা নামে এক কন্সী জন্মে। ঐ কণ্ঠা আশীবিষদষ্ট ও বিষবেগে উপরত হইয়াছিল, কিন্তু রুরুনামক ঋষিকুমার আপন পরমায়ুর অৰ্দ্ধেক প্রদান করিয়া উহাকে পুনর্জীবিত করেন। অভিমত্যুর তনয় পরীক্ষিত অশ্বখামার অস্ত্র দ্বারা আহত ও প্রাণবিযুক্ত হইয়াও পরম কারুশিক বামুদেবের অনুকম্পায় পুনৰ্ব্বার জীবিত হন। জগদীশ্বর সাহুগ্রহ ও অমুকুল হইলে কিছুই অসাধ্য থাকে না । চিন্তা করিবেন না, অচিরাৎ অভিষ্ট সিদ্ধি হইবেক । সংসারে পদার্পণ করিলেই পদে পদে বিপদ আছে। কিছুই স্থায়ী নহে। বিশেষতঃ দগ্ধ বিধি অকৃত্রিম প্রণয় অধিক কাল দেখিতে পারেন না দেখিলেই অমনি যেন ঈর্ষ্যাম্বিত হন ও তৎক্ষণাৎ ভঙ্গের চেষ্টা পান। এক্ষণে ধৈর্য্য অবলম্বন করুন, अनिमानैौग्न स्रांज्रां८क श्रांब्र मिशा ठिङ्गकांब्र कब्रिएबन नां ।। ७ईक्रश्न
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।