পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । ఏఢ অঙ্গুলিরাগই অলক্তকরস। রাজকুমার ; কুমারীগণের মনোহর শরীরকান্তি দেখিয়া বিস্ময়াপন্ন হইলেন। তাহাদিগের তানলয়বিশুদ্ধ, বেণুবীণাঝঙ্কারমিলিত মধুর সঙ্গীত শ্রবণে র্তাহার অন্তঃকরণ আনন্দে পুলকিত হইল। ক্রমে কাদম্বরীর বাসগৃহের নিকটবৰ্ত্তী হইলেন। গৃহের অভ্যন্তরে প্রবেশিয়া দেখিলেন কন্যাজনেরা নান৷ বাদ্যযন্ত্র লইয়া চতুর্দিকে বেষ্টন করিয়া বসিয়াছে ; মধ্যে সুচারু পর্যাঙ্কে কাদম্বরী শয়ন করিয়া নিকটবর্তী কেয়ূরককে মহাশ্বেতার বৃত্তান্ত ও মহাশ্বেতার আশ্রমে সমাগত অপরিচিত পুরুষের নাম, বয়স, বংশ ও তথায় আগমনহেতু সমুদায় জিজ্ঞাসা করিতেছেন। চামরধারিণীর অনবরত চামর বীজন করিতেছে । ৬ শশিকলাদর্শনে জলনিধির জল যেরূপ উল্লাসিত হয়, কাদম্বরী দর্শনে চন্দ্রাপীড়ের হৃদয় সেইরূপ উল্লাসিত হইল। মনে মনে চিন্তা করিতে লাগিলেন আহা ! আজি কি রমণীয় রত্ন দেখিলাম। এরূপ সুন্দরী কুমারী ত কথন নেত্রপথের অতিথি হয় নাই। আজি নয়নযুগল সফল ও চিত্ত চরিতার্থ হইল। জন্মান্তরে এই লোচনযুগল কত ধৰ্ম্ম ও পুণ্য কৰ্ম্ম করিয়াছিল সেই ফলে কাদম্বরীর মনোহর মুখারবিন্দ দেখিতে পাইল। বিধাতা আমার সকল ইন্দ্রিয় লোচনময় করেন নাই কেন ? তাহা হইলে, সকল ইঞ্জিয় দ্বারা এক বার অবলোকন করিয়া আশা পূর্ণ করিতাম। কি আশ্চৰ্য্য ! যত বার দেখি তত আরও দেখিতে ইচ্ছা হয় । বিধাতা এরূপ রূপাতিশয় নিৰ্ম্মাণের পরমাণু কোথায় পাইলেন ? বোধ হয়, যে সকল পরমাণু দ্বারা ইহার রূপ লাবণ্য স্বাক্ট করিয়াছেন তাহারই অবশিষ্ট অংশ দ্বারা কমল, কুমুদ, কুবলয় প্রভৃতি কোমল