পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। سياج সম্পাদান কর। বারম্বার অনুরোধ করাতে কাদম্বরী অগত্য কি করেন, লজ্জায় মুকুলিতাক্ষী হইয়া তাম্বুল দিবার নিমিত্ত কর প্রসারণ করিলেন। চন্দ্রাপীড়ও হস্ত বাড়াইয়া তাম্বুল ধরিলেন । ৯ এই অবসরে একটি শারিকা আসিয়া ক্রোধভরে কহিল ভর্তুদারিকে ! এই দুৰ্ব্বিনীত বিহগাধমকে কেন নিবারণ করিতেস্থ না ? যদি এ আমার গাত্র স্পর্শ করে, শপথ করিয়া বলিতেছি, এ প্রাণ রাখিব না। কাদম্বরী শারিকার প্রণয়কোপের কথা শুনিয়া হাসিতে লাগিলেন। মহাশ্বেতা কিছু বুঝিতে না পারিয়া শারিকা কি বলিতেছে এই কথা মদলেখাকে জিজ্ঞাসিলেন। মদলেখা হাসিয়া বলিল কাদম্বরী পরিহাসনামক শুকের সহিত কালিন্দীনায়ী এই শারিকার বিবাহ দিয়াছেন। অদ্য প্রভাতে তমালিকার প্রতি পরিহাসকে পরিহাস করিতে দেখিয়া শারিকা ঈর্ষ্যাম্বিত হইয়। আর উহার সহিত কথা কহে না , উহাকে দেখিতে পারে না এবং স্পর্শও করে না। আমরা সাম্বনবাক্যে অনেক বুঝাইয়াছি কিছুতেই ক্ষান্ত হয় না। চন্দ্রাপীড় হাসিয়া কহিলেন ইা আমিও শুনিয়াছি পরিহাস তমালিকার প্রতি অত্যন্ত অনুরক্ত। ইহা জানিয়া শুনিয়া শারিককে সেই বিহগাধমের হস্তে সমর্পণ করা অতি অন্যায় কৰ্ম্ম হইয়াছে। যাহা হউক, অন্ততঃ সেই দুৰ্ব্বিনীত দাসীকে এক্ষণে এই দুষ্কৰ্ম্ম হইতে নিবৃত্ত করা উচিত । ১• এইরূপ নানা হাস্য পরিহাস হইতেছে এমন সময়ে কঙ্কুকী আসিয়া বলিল মহাশ্বেতে । গন্ধৰ্ব্বরাজ চিত্ররথ ও মহিষী মদিরা আপনাকে আহবান করিতেছেন। মহাশ্বেত তথায় যাইবার সময় কাদম্বরীকে জিজ্ঞাসিলেন সখি ! চঞ্জাগৗড় এক্ষণে কোথায় থাকি