কাদম্বরী । ఏఏ বেন ? কাদম্বরী কহিলেন প্রিয় সখি! কি জন্য তুমি এরূপ জিজ্ঞাসা করিতেছ? দর্শন অবধি আমি চন্দ্রাপীড়কে মন, প্রাণ, গৃহ, পরিজন সমুদায় সমর্পণ করিয়াছি। ইনি সমুদায় বস্তুর অধিকারী হইয়াছেন। যেখানে রুচি হয় থাকুন। তোমার প্রাসাদের সমীপবর্তী ঐ প্রমদবনে ক্রীড়াপর্বতের প্রস্থদেশস্থ মণিমন্দিরে গিয়া চন্দ্রাপীড় অবস্থিতি করুন, এই কথা বলিয়া মহাশ্বেতা চলিয়া গেলেন । বিনোদের নিমিত্ত কতিপয় বীণাবাদিক ও গায়িক সমভিব্যাহারে দিয়া কাদম্বরী চন্দ্রপীড়কে তথায় যাইতে কহিলেন । কেয়ূরক পথ দেখাইয়া অগ্রে অগ্ৰে চলিল। র্তাহার গমনের পর কাদম্বরী শয্যায় নিপতিত হইয়া জাগ্রদবস্থায় স্বপ্ন দেখিলেন যেন লজ্জা আসিয়া কহিল চপলে ! তুমি কি কুকৰ্ম্ম করিয়াছ ! আজি তোমার এরূপ চিত্তবিকার কেন হইল ? কুলকুমারীদিগের এরূপ হওক কোন ক্রমেই উচিত নর। লজ্জা কর্তৃক তিরস্কৃত হইয়া মনে মনে কহিলেন আমি মোহান্ধ হইয়া কি চপলত প্রকাশ করিয়াছি । এক জন উদাসীন অপরিচিত ব্যক্তির সমক্ষে নিঃশঙ্কচিত্তে কত ভাব প্রকাশ করিলাম। র্তাহার চিত্তবৃত্তি, অভিপ্রায়, স্বভাব কিছুই পরীক্ষা করিলাম না। তিনি কিরূপ লোক কিছুই জানিলাম না। অথচ তাহার হস্তে মন, প্রাণ, সমুদায় সমর্পণ করিলাম । লোকে এই ব্যাপার শুনিলে আমাকে কি বলিবে ? আমি সখীদিগের সমক্ষে প্রতিজ্ঞ করিয়াছিলাম যাবৎ মহাশ্বেতা বৈধব্য দশার ক্লেশ ভোগ করিবেন তত দিন সাংসারিক মুখে বা অলীক আমোদে অনুরক্ত হইব না। আমার সেই প্রতিজ্ঞ আজি কোথায় রহিল ? সকলেই আমাকে উপহাস করিবে, সন্দেহ নাই। পিতা এই
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।