পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SeS) কাদম্বরী । প্রভৃতি নানা দেবতার স্তুতি পাঠ করিতেছেন। মহাশ্বেতা সাদর সম্ভাষণ ও আসন দান দ্বারা দর্শনাগত গন্ধৰ্ব্বপুরন্ধীদিগের সম্মাননা করিতেছেন। কাদম্বরী মহাভারত শুনিতেছেন। তথায় আসনে উপবিষ্ট হইয়া মহাশ্বেতার প্রতি দৃষ্টিপাতপূৰ্ব্বক কিঞ্চিৎ হাস্ত করিলেন। মহাশ্বেত চন্দ্রাপীড়ের অভিপ্রায় বুঝিতে পারিয়া কাদম্বরীকে কহিলেন সখি! সঙ্গিগণ রাজকুমারের বৃত্তান্ত কিছুই জানিতে না পারিয়া অত্যন্ত উদ্বিগ্ন আছেন। ইনিও তাঁহাদের নিকট যাইতে নিতান্ত উৎসুক। কিন্তু তোমার গুণে ও সৌজন্তে বশীভূত হইয়া যাইবার কথা উল্লেখ করিতে পারিতেছেন না । অতএব অল্পমতি কর, ইনি তথায় গমন করুন। ভিন্ন দেশবৰ্ত্তী হইলেও কমলিনীও কমলবান্ধবের ন্যায় এবং কুমুদিনীও কুমুদনাথের দ্যায় তোমাদিগের পরম্পর প্রীতি অবিচলিত ও চিরझांग्निनौ कुछेक । ¢ সখি! আমি দর্শন অবধি রাজকুমারের অধীন হইয়াছি অতুরোধের প্রয়োজন কি ? রাজকুমার যাহা আদেশ করিবেন তাহাতেই সন্মত আছি। কাদম্বরী এই কথা কহিয়া গন্ধৰ্ব্বকুমারদিগকে ডাকাইয়া আদেশ করিলেন তোমরা রাজকুমারকে আপন স্কন্ধাবারে রাখিয়া আইস। চন্দ্রাপীড় গাত্ৰোখানপূর্বক বিনয় বাক্যে মহাশ্বেতার নিকট বিদায় লইলেন। অনস্তর কাদম্বরীকে সম্বোধন করিয়া কহিলেন দেবি ! বহুভাষী লোকের কথায় কেহ . বিশ্বাস করে না। অতএব অধিক কথায় প্রয়োজন নাই। পরিজনের কথা উপস্থিত হইলে আমাকেও এক জন পরিজন বলিয়া স্মরণ করিও। এই বলিয়া অন্তঃপুরের বহির্গত হইলেন। কাদম্বরী