কাদম্বরী। So8 প্রেমস্নিগ্ধ চক্ষু দ্বারা এক দৃষ্টে দেখিতে লাগিলেন। পরিজনের বহিস্তোরণ পৰ্য্যন্ত অনুগমন করিল। ৬ কন্যাজনেরা বহিস্তোরণের নিকট হইতে প্রতিনিবৃত্ত হইল। চন্দ্রাপীড় কেয়ূরক কর্তৃক আনীত ইন্দ্রায়ুধে আরোহণ করিয়া কাদম্বরপ্রেরিত গন্ধৰ্ব্বকুমারগণ সমভিব্যাহারে হেমকূটের নিকট দিয়া গমন করিতে আরম্ভ করিলেন। যাইতে যাইতে সেই পরমসুন্দরী গন্ধৰ্ব্বকুমারীকে কেবল অন্তঃকরণমধ্যে অবলোকন করিতেছিলেন, এমন নহে, কিন্তু চতুৰ্দ্ধিক তন্ময়ী দেখিলেন। তোমার বিরহবেদনা সহ্য করিতে পারিব না বলিয়া যেন, কাদম্বরী পশ্চাৎ পশ্চাৎ আসিতেছেন দেখিতে পাইলেন। কোথায় যাও যাইতে পাইবে না বলিয়া যেন, সম্মুখে পথ রোধ করিয়া দণ্ডায়মান আছেন, দেখিলেন। ফলতঃ যে দিকে দৃষ্টি পাত করেন সেই দিকেই কাদম্বরীর রূপ লাবণ্য দেখিতে পান। ক্রমে অচ্ছোদসরোবরের তীরে সন্নিবিষ্ট মহাশ্বেতার আশ্রমে উপস্থিত হইলেন। তথা হইতে ইন্দ্রায়ুধের খুরচিহ্ন অনুসারে অনেক দূর যাইয়া আপন স্কন্ধাবার দেখিতে পাইলেন । গন্ধৰ্ব্বকুমারদিগকে সন্তোষজনক বাক্যে বিদায় করিয়া স্কন্ধাবারে প্রবেশিলেন । রাজকুমারকে সমাগত দেখিয়া সকলে অতিশয় আহ্লাদিত হইল। পত্ৰলেখা ও বৈশম্পায়নের সাক্ষাতে গন্ধৰ্ব্বলোকের সমুদায় সমৃদ্ধি বর্ণন করিলেন। মহাশ্বেত অতিমহানুভাবা, কাদম্বরী পরমসুন্দরী, গন্ধৰ্ব্বলোকের ঐশ্বৰ্য্যের পরিসীমা নাই, এইরূপ নানা কথাপ্রসঙ্গে দিব্যবসান হইল। কাদম্বরীর রূপ লাবণ্য চিন্তা করিয়া যামিনী ধাপন করিলেন । ৭
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।