পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । Soవి. পশ্চাতে কেহ আসিতেছে কিনা মুখ ফিরাইয়া বারম্বার দেখিতে লাগিলেন। প্ৰতীহারীরা তাহার অভিপ্রায় বুঝিয়া পরিজনদিগকে সঙ্গে যাইতে নিষেধ করিল। আপনারাও সঙ্গে না গিয়া দূরে দণ্ডায়মান রহিল। চন্দ্রাপীড় কেবল কেয়ূরকের সহিত মন্রায় প্রবেশিয়া ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন কেয়ূরক ! বল, আমি তথা হইতে বহির্গত হইলে গন্ধৰ্ব্বরাজকুমারী কিরূপে দিবস অতিবাহিত করিলেন ? মহাশ্বেতা কি বলিলেন ? পরিজনেরাই বা কে কি কহিল ? আমার কোন কথা হইয়াছিল কিনা ? ৮ কেয়ূরক কহিল রাজকুমার ! শ্রবণ করুন। আপনি গন্ধৰ্ব্বনগরের বহির্গত হইলে কাদম্বরী পরিজন সমভিব্যাহারে প্রাসাদশিখরে আরোহরণ করিয়া আপনার গমনপথ নিরীক্ষণ করিতে লাগিলেন। আপনি নেত্রপথের অগোচর হইলেও অনেক ক্ষণ সেই দিকে নেত্র পাত করিয়া রছিলেন। অনস্তর তথা হইতে নামিয়া যেখানে আপনি ক্ষণকাল অবস্থান করিয়াছিলেন সেই ক্রীড়াপর্বতে গমন করিলেন। তথায় যাইয়া চন্দ্রাপীড় এই শিলাতলে বসিয়াছিলেন, এই স্থানে স্বান করিয়াছিলেন, এই থানে ভোজন করিয়াছিলেন, এই মরকতশিলায় শয়ন করিয়াছিলেন, এই সকল দেখিতে দেখিতে দিবস অতিবাহিত হইল। দিবাবসানে মহাশ্বেতার অনেক প্রযত্নে যৎকিঞ্চিত আহার করিলেন। রবি অস্তগত হইলেন। ক্রমে চন্দ্রোদয় হইল। চন্ত্রোদয়ে চন্দ্রকান্তমণির ন্যায় তাহার দুই চক্ষু দিয়া জলধারা পড়িতে লাগিল। নেত্র মুকুলিত করিয়া কপোলে কর প্রদানপূর্বক বিষন্ন বদনে কত প্রকার চিন্তা করিতে লাগিলেন । ভাবিতে ভাবিতে অতিকষ্টে শয়নাগারে প্রবেশিলেন। প্রবেশমাত্র