কাদম্বরী। SS( করিয়াছিল কেবল তাহা দ্বারাই অনুমতি হয়। মধ্যে মধ্যে গিরিনদী আছে ; কিন্তু জল নাই। তৃষ্ণাৰ্ত্ত পথিকেরা উহার শুষ্ক প্রদেশ খনন করাতে ছোট ছোট কূপ নিৰ্ম্মিত হইয়াছে। এই ভয়ঙ্কর কান্তার অতিক্রম করিতে দিবাবসান হইল। দূর হইতে দেখিলেন সম্মুখে এক রক্তবর্ণ পতাকা সন্ধ্যাসমীরণে উড্ডীন হইতেছে। ২ রাজকুমার সেই দিক লক্ষ্য করিয়া কিঞ্চিৎ দূর গমন করিলেন। দেখিলেন চতুর্দিকে খর্জুরবৃক্ষের বন, মধ্যে এক মন্দিরে ভগবতী চণ্ডিকার প্রতিমা প্রতিষ্ঠিত আছে। রক্তচন্দনলিপ্ত রক্তোৎপল ও বিল্বদল সম্মুখে বিক্ষিপ্ত রহিয়াছে। দ্রবিড়দেশীয় এক ধাৰ্ম্মিক তথায় উপবেশন করিয়া কথন বা যক্ষকন্যার মনে অল্পরাগ সঞ্চারের নিমিত্ত রুদ্রণক্ষমালা জপ, কখন বা দুর্গার স্থতি পাঠ করিতেছেন। তিনি জরাজীর্ণ, কালগ্রাসে পতিত হইবার অধিক বিলম্ব নাই, তথাপি ভগবতী পাৰ্ব্বতীর নিকট কখন বা দক্ষিণপথের অধিরাজ্য কখন বা ভূমণ্ডলের আধিপত্য কামনা করিতেছেন। কখন বা প্রেয়সী বশীকরণ তন্ত্রমন্ত্র শিখিতেছেন ও তীর্থদর্শনসমাগতা বৃদ্ধ পরিব্রাজিকাদিগের অঙ্গে বশীকরণ চূর্ণ নিক্ষেপ করিতেছেন। কখন বা হস্ত বাজাইয়া মস্তক সঞ্চালনপুৰ্ব্বক মশকের ছায় গুন গুন শব্দে গান করিতেছেন । জগদীশ্বরের কি আশ্চৰ্য্য কৌশল । তিনি যেরূপ এক স্থানে সমূদায় সৌন্দর্যের সমাবেশ করিতে পারেন, সেইরূপ র্তাহার কৌশলে সমূদায় १दक्रश्रr७ ७क ट्रांप्न जब्रिविटे श्ब्रां थीं८क । यबिज्जटनशैब्र ধার্শ্বিকই তাহার প্রমাণস্বরূপ। তিনি কাণ, খঞ্জ, বধির ও
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।