পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। S$9 স্বয়ং প্রত্যুদগমন করিলেন। প্রণত পুত্রকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার শরীর শীতল হইল। যুবরাজ তথা হইতে অন্তঃপুরে প্রবেশিয়া প্রথমতঃ জননীকে অনন্তর অবরোধকামিনীদিগকে একে একে প্রণাম করিলেন। পরে অমাত্যের ভবনে গমন করিয়া শুকনাস ও মনোরমার চরণ বন্দনাপূর্বক, বৈশম্পায়ন পশ্চাৎ আসিতেছেন সংবাদ দিয়া তাহাদিগকে আহলাদিত করিলেন । বাট আসিয়া জননীর নিকট আহারাদি সমাপন করিয়া, অপরাহ্লে ভ্রমণ্ডপে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। তথায় জীবিতেশ্বরী গন্ধৰ্ব্বরাজকুমারীর মোহিনী মূৰ্ত্তি স্মৃতিপথারূঢ় হইল। পত্ৰলেখা আসিলে প্রিয়তমার সংবাদ পাইব এইমাত্র আশা অবলম্বন করিয়া কথঞ্চিৎ কাল বাপন করিতে লাগিলেন । ৪ কিছু দিন পরে মেঘনাদ ও পত্ৰলেখা আসিয়া উপস্থিত হইল। যুবরাজ সাতিশয় আহলাদিত হইয়া পত্ৰলেখাকে মহাশ্বেতা ও কাদম্বরীর কুশলবার্তা জিজ্ঞাসা করিলেন । পত্ৰলেখা কহিল সকলেই কুশলে আছেন। প্রিয়তমার সংক্ষেপ সংবাদ শ্রবণে যুবরাজের মন পরিতৃপ্ত হইল না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসিলেন পত্রলেখে ! আমি তথা হইতে আগমন করিলে তুমি তথায় কত দিন ছিলে, গন্ধৰ্ব্বরাজপুত্রী কিরূপ তোমার আদর করিয়াছিলেন, কি কি কথা হইয়াছিল ? সমুদায় বিশেষরূপে বর্ণনা কর। পত্ৰলেখা কহিল শ্রবণ করুন। আপনি আগমন করিলে আমি তথায় যে কয়েক দিন ছিলাম, গন্ধৰ্ব্বকুমারীর নব নব প্রসাদ অনুভব করিতাম। আমোদ আহলাদে পরম মুখে দিবস অতিবাহিক করিয়াছি। তিনি আমা ব্যতিরেকে এক দণ্ডও থাকিতেন না। যেখানে