SSb= কাদম্বরী । যাইতেন আমাকে সঙ্গে লইয়া যাইতেন। সৰ্ব্বদা আমার চক্ষুর উপর তাহার নয়নোৎপল ও আমার করে তাহার পাণিপল্লব থাকিত। একদা প্রমদবনবেদিকার আরোহণপূর্বক কিছু বলিতে অভিলাষ করিয়া বিষগ্ন বদনে আমার মুখ পানে অনেক ক্ষণ চাহিয়া রছিলেন । তৎকালে তাহার মনে কোন অনিৰ্ব্বচনীয় ভাবোদয় হওয়াতে র্তাহার কম্পিত ও রোমাঞ্চিত কলেবর হইতে বিন্দু বিন্দু স্বেদজল নিঃস্থত হইতে লাগিল। কিন্তু কিছুই বলিতে পারিলেন না। আমি তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলাম দেবি ! কি বলিতেছিলেন বলুন । কিন্তু তাহার কথা স্মৃত্তি হইল না, কেবল নয়নযুগল হইতে জলধারা পড়িতে লাগিল। এ কি ! অকস্মাৎ এরূপ দুঃখের কারণ কি ? এই কথা জিজ্ঞাসা করাতে বসনাঞ্চলে নেত্রজল মোচন করিয়া কহিলেন পত্রলেখে । দর্শন অবধি তুমি আমার পরম প্রিয়পাত্র হইয়াছ। আমার হৃদয় কাহাকেও বিশ্বাস করিতে সম্মত নহে ; কিন্তু তোমাকে অত্যন্ত বিশ্বাস করিয়াছে । তোমাকে মনের কথা না বলিয়া আর কাহাকে বলিব । প্রিয় সর্থীকে আত্মদুঃখে দুঃখিত না করিয়া আর কাহাকে আত্মদুঃথে দুঃখিত করিব ? কুমার চন্দ্রাপীড় লোকের নিকট আমাকে নিন্দনীয় করিলেন ও যৎপরোনাস্তি যন্ত্রণ দিলেন। কুমারীজনের কুসুমস্বকুমার অন্তঃকরণ যুবজনেরা বলপূৰ্ব্বক আক্রমণ করে, কিছুমাত্র দয়া করে না। এক্ষণে গুরুজনের অননুমোদিত পথে পদার্পণ করিয়া কিরূপে নিষ্কলঙ্ক কুলে জলাঞ্জলি প্রদান করি। কুলক্রমাগত লজ্জা ও বিনয়ই বা কিরূপে পরিত্যাগ করি। যাহা হউক, জগদীশ্বরের নিকটে এই প্রার্থনা, জন্মান্তরে যেন তোমাকে প্রিয়সর্থীরূপে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।