দ্বাদশ পরিচ্ছেদ পত্ৰলেখাকে কাদম্বরীর নিকটে প্রেরণ চন্দ্রাপীড় স্বভাবতঃ ধীরপ্রকৃতি হইয়াও কাদম্বরীর আদ্যোপান্ত বিরহকৃত্তান্ত শ্রবণে সাতিশয় অধীর হইলেন এমন সময়ে প্ৰতীহারী আসিয়া কহিল যুবরাজ ! পত্ৰলেখা আসিয়াছে, এই সংবাদ শুনিয়া মহিষী পত্ৰলেখার সহিত আপনাকে অন্তঃপুরে প্রবেশ করিতে আদেশ করিলেন । কহিলেন, অনেক ক্ষণ আপনাকে না দেখিয়া অতিশয় ব্যাকুল হইয়াছেন। চন্দ্রাপীড় মনে মনে কহিলেন, কি বিষম সঙ্কট উপস্থিত । এক দিকে গুরুজনের স্নেহ আর দিকে প্রিয়তমার অনুরাগ । মাতা না দেখিয়া এক দণ্ড থাকিতে পারেন না ; কিন্তু পত্ৰলেখার মুখে প্ৰাণেশ্বরীর যে সংবাদ শুনিলাম ইহাতে আর বিলম্ব করা বিধেয় নয়। কি করি কাহার অনুরোধ রাখি। এইরূপ চিন্তা করিতে করিতে অন্তঃপুরে প্রবেশিলেন । গন্ধৰ্ব্বনগরে কিরূপে যাইবেন দিন যামিনী এই ভাবনায় অতিশয় ব্যাকুল হইতে লাগিলেন। কতিপয় বাসর অতীত হইলে একদা বিনোদের নিমিত্ত শিপ্রানদীর তীরে ভ্রমণ করিতেছেন এমন সময়ে দেখিলেন অতি দূরে কতকগুলি অশ্বারোহী আসিতেছে। তাহারা নিকটবৰ্ত্তী হইলে দেখিলেন অগ্ৰে কেয়ুরক, পশ্চাতে কতিপয় গন্ধৰ্ব্বদারক। রাজকুমার কেয়ুরককে অবলোকন করিয়া পরম পুলকিত হইলেন এবং প্রসারিত ভুজযুগল দ্বারা আলিঙ্গন
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।