পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। SS( বিষম সঙ্কটের হেতুভূত হয়। সুতরাং উহাকে না বলিয়া কিরূপে যাওয়া যাইতে পারে। বলিয়া যাওয়া উচিত বটে ; কিন্তু কি বলিব । গন্ধৰ্ব্বরাজকুমারী আমাকে দেখিয়া প্রণয়পাশে বদ্ধ হইয়াছেন, আমি সেই প্ৰাণেশ্বরী ব্যতিরেকে প্রাণ ধারণ করিতে পারি না, কেয়ূরক আমাকে লইতে আসিয়াছে আমি চলিলাম, নিতান্ত নিলজি ও অসারের ন্যায় এ কথাই বা কিরূপে বলিব । বহুকালের পর বাটী আসিয়াছি, কি ব্যপদেশেই বা আবার শীঘ্র বিদেশে যাইব । পরামর্শ জিজ্ঞাসা করি এরূপ একটি লোক নাই। প্রিয় সখা বৈশম্পায়নও নিকটে নাই। এইরূপ নানা প্রকার চিন্ত৷ করিতে করিতে রাত্রি প্রভাত হইল। ২ প্রাতঃকালে গাত্ৰোখানপূর্বক বহির্গত হইয়া শুনিলেন স্কন্ধাবার দশপুরী পর্য্যন্ত আসিয়াছে। শত শত সাম্রাজ্যলাভেও যেরূপ সন্তোষ না হয়, এই সংবাদ শুনিয়া তাদৃশ আহলাদ জন্মিল। হর্ষোৎফুল্লনয়নে কেয়ূরককে কহিলেন কেয়ূরক ! আমার পরম মিত্র বৈশম্পায়ন আসিতেছেন, আর চিন্তা নাই। কেয়ূরক সাতিশয় সন্তুষ্ট হইয়। কহিল রাজকুমার ! মেঘোদয়ে যেরূপ বৃষ্টির অনুমান হয়, পূৰ্ব্বদিকে আলোক দেখিলে যেরূপ রবির উদয় জানা যায়, মলয়ানিল বহিলে যেরূপ বসন্তকালের সমাগম বোধ হয়, কাশকুমম বিকশিত হইলে যেরূপ শরদারম্ভ স্বচিত হয়, সেইরূপ এই শুভ ঘটনা অচিরাং আপনার গন্ধৰ্ব্বনগরে গমনের সূচনা করিতেছে। গন্ধৰ্ব্বরাজকুমারী কাদম্বরীর সহিতও আপনার সমাগম সম্পন্ন হইবেক, সন্দেহ করিবেন না। কেহ কখন কি চন্দ্রমাকে জ্যোৎস্নারহিত হইতে দেখিয়াছে ? লতাশূন্ত উদ্যান কি কখন