কাদম্বরী। وج جيجا কাহারও দৃষ্টিপথে পতিত হইয়াছে ? কিন্তু বৈশম্পায়ন আসিতে ও তাহার সহিত পরামর্শ করিয়া আপনার গন্ধৰ্ব্বনগরে যাত্র করিতে বিলম্ব হইবে বোধ হয়। কাদম্বরীর যেরূপ শরীরের অবস্থা তাহা রাজকুমারকে পূর্বেই নিবেদন করিয়াছি। অতএব আমি অগ্রসর হইয় আপনার আগমনবাৰ্ত্ত দ্বারা তাহাকে আশ্বাস প্রদান করিতে অভিলাষ করি । ৩ কেয়ূরকের ন্যায়ানুগত মধুর বাক্য শুনিয়া চন্দ্রাপড় পরম পরিতুষ্ট হইলেন। কহিলেন কেয়ূরক ! ভাল যুক্তিযুক্ত কথা বলিয়াছ। এতাদৃশী দেশকালজ্ঞতা ও বুদ্ধিমত্ত কাহারও দেখিতে পাওয়া যায় না। তুমি শীঘ্ৰ গমন কর এবং আমাদিগের কুশল সংবাদ ও আগমন বার্তা দ্বারা প্রিয়তমার প্রাণ রক্ষা কর । প্রত্যয়ের নিমিত্ত পত্ৰলেখাকেও তোমার সহিত পাঠাইয়া দিতেছি । পরে মেঘনাদকে ডাকাইয়া কহিলেন মেঘনাদ । পূৰ্ব্বে তোমাকে যে স্থানে রাখিয়া আসিয়াছিলাম পত্ৰলেখা ও কেয়ূরককে সমভিব্যাহারে লইয়া পুনৰ্ব্বার তথায় যাও। শুনিলাম বৈশম্পায়ন আসিতেছেন, র্তাহার সহিত সাক্ষাৎ করিয়া আমিও শীঘ্ৰ তথায় যাইতেছি। মেঘনাদ যে আজ্ঞা বলিয়া গমনের উদ্যোগ করিতে গেল। রাজকুমার কেয়ূরককে গাঢ় আলিঙ্গন করিয়া বহুমূল্যের কর্ণাভরণ পারিতোষিক দিলেন। বাষ্পাকুল লোচনে কহিলেন কেয়রক ! তুমি প্রিয়তমার কোন সন্দেশ বাক্য আনিতে পার নাই । সুতরাং প্রতিসন্দেশ তোমাকে কি বলিয়া দিব ? পত্ৰলেখা যাইতেছে ইহার মুখে প্রিয়তমার স্বাহ৷ স্বাস্থা শুনিতে ইচ্ছা হয়, শুনিবেন। পত্ৰলেখাকে সম্বোধন করিয়া কহিলেন পত্রলেখে! তুমি সাবধানে যাইবে । গন্ধৰ্ব্বনগরে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।