পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । SRS বুৰ্ত্তান্ত বর্ণন করিতেছি । তাহাদিগের কথায় আরও উৎকৃষ্ঠত হইয়া জিজ্ঞাসিলেন আমি স্কন্ধাবার হইতে বাট গমন করিলে কি কোন সংগ্রাম উপস্থিত হইয়াছিল ? কি কোন অসাধ্য ব্যাধি বন্ধুকে কবলিত করিয়াছে ? কি অত্যহিত ঘটিয়াছে, শীঘ্র বল। তাহারা সসন্ত্রমে কৰ্ণে কর ক্ষেপ করিয়া কহিল না, না, অত্যঙ্কিত বা অমঙ্গলের অfশঙ্কা করিবেন না। রাজকুমার প্রথমে ভাবিয়াছিলেন বন্ধু জীবদ্দশায় নাই এক্ষণে সে ভাবনা দূর হইল ও শোকাশ আনন্দীশ্রীরূপে পরিণত হইল । তখন গদগদ বচনে কহিলেন তবে বৈশম্পায়ন কোথায় আছেন, কি নিমিত্ত আসিলেন না ? তাহারা কহিল রাজকুমার । শ্রবণ করুন । ৬ ബ=ജ്ഞ