পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। Sలు ভূতলে উপবিষ্ট হইয়া বামকরে বামগগু সংস্থাপনপূর্বক নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন। র্তাহার আকার দেখিয়া বোধ হইল যেন, কোন বিস্মৃত বস্তুর স্মরণ করিতেছেন। র্তাহাকে সেইরূপ উন্মনা দেখিয়া আমরা মনে করিলাম বুঝি রমণীয় লতামণ্ডপ ও মনোহর সরোবর ইহার চিত্তকে বিকৃত করিয়া থাকিবেক । যৌবনকাল কি বিষম কাল ! এই কালে উত্তীর্ণ হইলে আর লজ্জা, ধৈর্য্য, কিছুই থাকে না। যাহা হউক, অধিক ক্ষণ এখানে আর থাকা হইবে না। শাস্ত্রকারেরা কহেন বিকারের সামগ্ৰী শাস্ত্র পরিহার করাই বিধেয়। এই স্থির করিয়া কছিলাম মঙ্গশয় । সরোবর দর্শন হইল। এক্ষণে গাত্ৰোখানপূর্বক অবগাহন করুন। বেলা অধিক হইয়াছে। স্কন্ধাবার সুসজ্জ হইয় আপনার প্রতীক্ষা করিতেছে। আর বিলঙ্গ করিবেন না । ১ তিনি আমাদিগের কথায় কিছুই প্রত্যুত্তর দিলেন না, চিত্রপুত্তলিকার ন্যায় অনিমিষনয়নে সেই লতামণ্ডপ দেখিতে লাগিলেন। পুনঃ পুনঃ অনুরোধ করাতে রোষ ও অসন্তোষ প্রকাশপূর্বক কহিলেন আমি এখান হইতে যাইব না । তোমরা স্কন্ধাবার লইয়া চলিয়া যাও। তাহার এই কথার ভাষার্থ কিছু বৃঝিতে না পারিয়া নানা অনুনয় করিলাম ও কছিলাম দেব ! চন্দ্রাপীড় আপনাকে স্কন্ধাবার লইয়া যাইবার ভার দিয়া বাট গমন করিয়াছেন। অতএব আপনার এখানে বিলম্ব করা অবিধেয়। আপনি বৈরাগ্যের কথা কহিতেছেন কেন ? এই জনশূন্ত অরণ্যে আপনাকে একাকী পরিত্যাগ করিয়া গেলে যুবরাজ আমাদিগকে কি বলিবেন ? - আজি আপনার এরূপ চিত্তবিভ্রম দেখিতেছি কেন ? যদি আমাদিগের