SN9s কণদস্করী। কোন অপরাধ হইয়া থাকে, ক্ষমা প্রার্থনা করিতেছি । এক্ষণে স্নান করুন। তিনি কহিলেন তোমরা কি নিমিত্ত আমাকে এত প্রবোধ দিতেছ। আমি চন্দ্রাপীড়কে না দেখিয়া এক দণ্ড থাকিতে পারি না, ইহা অপেক্ষ আমার শীঘ্ৰ গমনের কারণ কি আছে ? কিন্তু এই স্থানে আসিয়া ও এই লতামণ্ডপ দেখিয়। আমার শরীর অবসন্ন হইয়াছে ও ইঞ্জিয় বিকল হইয়া আসিতেছে ; যাইবার আর সামর্থ্য নাই। যদি তোমরা বলপূর্বক লইয়া যাও, বোধ হয়, এখান হইতে না যাইতে যাইতেই আমার প্রাণ দেহ হইতে বহির্গত হইবেক । আমাকে লইয়া যাইবার আর আগ্রহ করিও না । তোমরা স্কন্ধাবার সমভিব্যাহারে বাটী গমন কর ও চন্দ্রাপীড়ের মুখচন্দ্র অবলোকন করিয়া মুখী হও । আমার আর সে মুখারবিন্দ দেখিবার সম্ভাবনা নাই। এরূপ কি পুণ্যকৰ্ম্ম করিয়াছি যে, চিরকাল সুখে কাল ক্ষেপ করিব। ২ অকস্মাৎ আপনার এ আবার কি ব্যামোহ উপস্থিত হইল ? এই কথা জিজ্ঞাসা করাতে কহিলেন আমি শপথ করিয়া বলিতেছি, ইহার কারণ কিছুই জানি না । তোমাদিগের সঙ্গেই এই প্রদেশে অসিয়াছি। তোমাদিগের সমক্ষেই এই লতামগুপ দর্শন করিতেছি। জানি না, কি নিমিত্ত আমার মন এরূপ চঞ্চল হইল। এই কথা বলিয়া তিনি তথা হইতে গাত্ৰোখানপূর্বক যেরূপ লোকে অনন্তদৃষ্টি হইয়া নষ্ট বস্তুর অন্বেষণ করে, সেইরূপ লতাগৃহে, তরুতলে, তীরে ও দেবমন্দিরে ভ্রমণ করিয়া যেন, অপহৃত অভীষ্ট সামগ্রীর অতুসন্ধান করিতে লাগিলেন। আমরা আহার করিতে অনুরোধ করিলে কহিলেন আমার প্রাণ আপন প্রাণ অপেক্ষাও চন্দ্রীপাড়ের
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।