কাদম্বরী । ఫ్ఫిSNలి প্রিয়তর। সুতরাং মুহৃদের সন্তোষের নিমিত্ত অবশ্য ইহা রক্ষা করিতে হুইবেক। এই কথা বলিয়া সরোবরে স্বান করিয়া যৎকিঞ্চিৎ ফল মূল ভক্ষণ করিলেন । এইরূপে তিন দিন অতিবাহিত হইল । আমরা প্রতিদিন নানা প্রকার বুঝাইতে লাগিলাম। কিছুতেই চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। পরিশেষে তাহার আগমন ও আনয়ন বিষয়ে নিতান্ত নিরাশ হইয়া কতিপয় সৈন্ত র্তাহার নিকটে রাখিয়া, আমরা স্কন্ধাবার লইয়া আসিতেছি । রাজকুমারের অতিশয় ক্লেশ হইবে বলিয়া পূৰ্ব্বে এ সংবাদ পাঠান যায় নাই। ৩ অসম্ভাবনীয় ও অচিন্তনীয় বৈশম্পায়নবৃত্তান্ত শ্রবণ করিয়া চন্দ্রাপীড় বিন্মিত ও উদ্বিগ্নচিত্ত হইলেন। মনে মনে চিন্তা করিলেন, প্রিয় সখার অকস্মাৎ এরূপ বৈরাগ্যের কারণ কি ? আমি ত কখন কোন অপরাধ করি নাই। কখন অপ্রিয় কথা কহি নাই । অন্যে অপরাধ করিবে ইহাও সম্ভব নহে । তৃতীয়, আশ্রমেরও এ সময় নয় । তিনি অদ্যপি গৃহস্থাশ্রমে প্রবিষ্ট হন নাই। দেব পিতৃ ঋষি ঋণ হইতে অদ্যাপি মুক্ত হন নাই। এরূপ অবিবেকী নহেন যে, কিছুমাত্র বিবেচনা না করিয়া মূর্থের স্তায় উন্মাৰ্গগামী হুইবেন । এইরূপ চিন্তা করিতে করিতে এক পটগৃহে প্রবেশিয়া শয্যায় শয়ন করিলেন। ভাবিলেন যদি বাটতে না গিয়া এই খান হইতেই প্রিয়মুহৃদের অন্বেষণে যাই, তাহা হইলে পিতা, মাতা, শুকনাস ও মনোরমা এই বৃত্তান্ত শুনিয়া ক্ষিপ্তপ্রায় হইবেন। র্তাহাদিগের অনুজ্ঞা লইয়া এবং শুকনাস ও মনোরমাকে প্রৰোধ বাক্যে আশ্বাস প্রদান করিয়া বাট হইতে বন্ধুর অন্বেষণে যাওয়াই
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।