পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । SSఫ్రి" .ময়ুর ও ময়রাগণ আহলাদে পুলকিত হইয়া নৃত্য আরম্ভ করিল। কদম্ব, মালতী, কেতকী, কুটজ প্রভৃতি নানাবিধ তরু ও লতার বিকসিত কুসুম আন্দোলিত করিয়া নবসলিলসিক্ত বসুন্ধরার মূদগন্ধ বিস্তারপূর্বক ঝঙ্কাবায়ু উৎকলাপ শিথিকলের শিখাকলাপে আঘাত করিতে লাগিল । কোন দিকে কেকণরব, কোন দিকে ভেকরব, গগনে চাতকের কলরব, চতুর্দিকে ঝঞ্চাবায়ু ও বৃষ্টিধারার গভীর শব্দ এবং স্তানে স্থানে গিরিনিঝরের পতনশব্দ । গগনমণ্ডলে আর চন্দ্রমা দৃষ্টিগোচর হয় না। নক্ষত্রগণ আর দেখিতে পাওয়া যায় না । এইরূপে বর্ষাকাল উপস্থিত হইয়। কালসৰ্পের ন্তায় চন্দ্রাপীড়ের পথরোধ করিল। ইন্দ্রচাপে তড়িদগুণ সংযোগ করিয়া গভীর গর্জনপূর্বক বারি রূপ শর বৃষ্টি করিতে লাগিল। তড়িৎ যেন তর্জন করিয়া উঠিল। বর্ষাকাল সমাগত দেখিয়া, চন্দ্রাপীড় সাতিশয় উদ্বিগ্ন হইলেন। ভাবিলেন এ আবার কি উৎপাত ! আমি প্রিয় সুহৃদ ও প্রিয়তমার সমগমে সমুৎসুক হইয়া, প্রাণপণে ত্বরা করিয়া যাইতেছি। কোথা হইতে জলদকাল দশ দিক অন্ধকার করিয়া বৈরনিৰ্য্যাতনের আশয়ে উপস্থিত হইল ? অথবা, বিদ্যুতের আলোকে পথ আলোকময় করিয়া, মেঘরূপ চন্দ্ৰাতপ দ্বারা রৌদ্র নিবারণ করিয়া, আমার সেবার নিমিত্তই বুঝি, জলদকাল সমাগত হইয়াছে। এই সময়ই পথ চলিবার সময়। এই স্থির করিয়৷ গমন করিতে আরম্ভ করিলেন । ৯ যাইতে যাইতে পথিমধ্যে, মেঘনাদ আসিতেছে দেখিতে পাইলেন এবং জিজ্ঞাসা করিলেন মেঘনাদ । তুমি অচ্ছেদসরোবরে বৈশম্পায়নকে দেখিয়াছ ? তিনি তথায় কি নিমিত্ত আছেন,