ఫి8o কাদম্বরী । জিজ্ঞাসা করিয়াছ ? তোমার জিজ্ঞাসায় কি উত্তর দিলেন ? র্তাহার কিরূপ অভিপ্রায় বুঝিলে, বাটতে ফিরিয়া আসিবেন কি ন ? আমি গন্ধৰ্ব্বনগরে যাইব শুনিয়া-কি বলিলেন ? তোমার কি বোধ হয়, আমাদিগের গমন পৰ্য্যন্ত তথায় থাকিবেন ত ? মেঘনাদ বিনীতবচনে কহিল দেব । “বৈশম্পায়ন বাট আসিলে তাহার সহিত সাক্ষাৎ করিয়া আমি অবিলম্বে গন্ধৰ্ব্বনগরে গমন করিতেছি। তুমি পত্ৰলেখা ও কেয়ূরকের সহিত অগ্রসর হও।” আপনি এই আদেশ দিয়া আমাকে বিদায় করিলেন । আমি আসিবার সময়, বৈশম্পায়ন বাট যান নাই, অচ্ছোদসরোবর তীরে অবস্থিতি করিতেছেন, ইহা কাহারও মুখে শুনি নাই। র্তাহার সহিত আমার সাক্ষাৎও হয় নাই। আমি অচ্ছোদসরোবর পৰ্য্যন্তও যাই নাই। পথিমধ্যে পত্রলেখ ও কেয়ূরক কহিলেন মেঘনাদ । বর্ষাকাল উপস্থিত। তুমি এই স্থান হইতেই প্রস্থান কর । এই ভীষণ বর্ষাকালে একাকী এথানে কদাচ থাকিও ন । এই কথা বলিয়া আমাকে বিদায় করিয়া দিলেন । ১ • রাজকুমার মেঘনাদকেও সঙ্গে করিয়া লইলেন । কিছু দিন পরে অচ্ছোদসরোবরের তীরে উপস্থিত হইলেন। পূৰ্ব্বে যে স্থানে নিৰ্ম্মল জল, বিকসিত কুসুম, মনোহর তীর ও বিচিত্র লতাকুঞ্জ দেখিয়া প্রীত ও প্রফুল্লচিত্ত হইয়াছিলেন, এক্ষণে বিষগ্নচিত্তে তথায় উপস্থিত হইয়া প্রিয় সখার অন্বেষণ করিতে লাগিলেন। সমভিব্যাহারী লোকদিগকে সতর্ক হইয়া অনুসন্ধান করিতে কহিলেন। আপনিও তরুগহন, তীরভূমি ও লতামগুপ তন্ন তন্ন করিয়া দেখিতে লাগিলেন । যখন র্তাহার অবস্থানের কোন চিহ্ন
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।