পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী । s8@ রক্ষা পাই কর। তাহার সেই ঘৃণাকর কথা শুনিয়া আমার রোষানল প্ৰজলিত হইয়া উঠিল। ক্রোধে কলেবর কাপিতে লাগিল। নিশ্বাসবায়ুর সহিত অগ্নিস্ফূলিঙ্গ বহির্গত হইতে লাগিল । ক্রোধে তর্জনগর্জনপূর্বক ভৎসনা করিয়া কহিলাম রে দুরাত্মন্‌! এখনও তোর মস্তকে বজ্রাঘাত হইল না, এখনও তোর জিহা ছিন্ন হইয়। পতিত হইল না, এখনও তোর শরীর শত শত খণ্ডে বিভক্ত হইয়া গেল না ! বোধ হয়, শুভাশুভ কৰ্ম্মের সাক্ষিভূত পঞ্চ মহ:ভূত দ্বারা তোর এই অপবিত্র অস্পৃশ্ব দেহ নিৰ্ম্মিত হয় নাই । তাহা হইলে, এতক্ষণে তোর শরীর অনলে ভস্মীভূত, জলে আপ্লাবিত, রসাতলে নীত, বায়ুবেগে শতধা বিভক্ত ও গগনের সহি ন্য মিলিত হইয়া যাইত। মনুষ্যদেহ আশ্রয় করিয়াছিস, কিন্তু তোকে তিৰ্য্যগ জাতির ন্যার যথেষ্টাচারী দেখিতেছি। তোর হিতাহিত জ্ঞান ও কাৰ্য্যাকাৰ্য্যবিবেক কিছুই নাই। তুই একান্ত তিৰ্য্যন্ধৰ্ম্মাক্রান্ত তিৰ্য্যগজাতিতেই তোর পতন হওয়া উচিত। অনন্তর সর্বসাক্ষিভূত ভগবান চন্দ্রমার প্রতি নেত্র পাত করিয়া কৃতাঞ্জলিপুটে কহিলাম ভগবন! সৰ্ব্বসাক্ষিন দেব পুণ্ডরীকের দর্শনাবধি যদি অন্য পুরুষের চিন্তা না করিয়া থাকি, যদি কায়মনোবাক্যে র্তাহার প্রতি ভক্তি থাকে, যদি আমার অন্তঃকরণ পবিত্র ও নিষ্কলঙ্ক হয়, তাহা হইলে, আমার বচন সত্য হউক, অর্থাৎ ত্যিগ জাতিতে এই পাপিষ্ঠের পতন হউক। আমার কথার অবসানে, জানি না, কি মদনজরের প্রভাবে, কি আত্মছুক্ষর্শ্বের দুৰ্ব্বিপাকবশতঃ, কি আমার শাপের সামর্থ্যে, সেই ব্রাহ্মণকুমার अन्छडन इहप्रा हिब्रश्न उक्त्व छांब ड्रडप्ग *छिड इहेण । 2 e