কাদম্বরী । 'R(Nరి গিয়াছিলেন ? এত কাল কোথায় ছিলেন ? আপনার প্রিয় সখাকে কোথায় রাখিয়া আসিতেছেন ? ৬ মহাশ্বেতা এই কথা জিজ্ঞাসা করিলে কাদম্বরী, কাদম্বরীর পরিজন ও চন্দ্রাপীড়ের সঙ্গিগণ, সকলে বিস্ময়াপন্ন হইয়া তাপসকুমারের প্রতি দৃষ্টি পাত করিয়া রহিল। তিনি প্রতিবচন প্রদান করিতে আরম্ভ করিয়া কহিলেন গন্ধৰ্ব্বরাজপুত্র । অবহিত হইয়া শ্রবণ কর। তুমি সেইরূপ বিলাপ ও পরিতাপ করিতেছিলে, তোমাকে একাকিনী রাখিয়া “রে দুরাত্মন্ ! বন্ধুকে লইয়া কোথায় যাইতেছিস্ ” এই কথা বলিতে বলিতে অপহরণকারী সেই পুরুষের সঙ্গে সঙ্গে চলিলাম। তিনি আমার কথায় কিছুই উত্তর না দিয়া স্বর্গমার্গে উপস্থিত হইলেন। বৈমানিকেরা বিস্ময়োৎফুল্ল নয়নে দেখিতে লাগিল। দিব্যাঙ্গনার ভয়ে পথ ছাড়িয়া দিল । আমি ক্রমাগত পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। তিনি চন্দ্রলোকে উপস্থিত হইলেন। তথায় মহোদয়নামী সভার মধ্যে চন্দ্রকান্তমণিনিৰ্ম্মিত পৰ্য্যঙ্কে প্রিয় সথার শরীর সংস্থাপিত করিয়া কহিলেন কপিঞ্জল । আমি চন্দ্রমা, জগতের হিতের নিমিত্ত গগনমণ্ডলে উদিত হইয়া স্বকাৰ্য্য সম্পাদন করিতেছিলাম । তোমার এই প্রিয় বয়স্ত বিরহ বেদনায় প্রাণত্যাগ করিবার সময় বিনাপরাধে আমাকে এই বলিয়া শাপ দিলেন “রে দুরাত্মন! যে হেতু তুই কর দ্বারা সন্তাপিত করিয়া বল্লভার প্রতি সাতিশয় অনুরক্ত এই ব্যক্তির প্রাণ বিনাশ করিলি, এই অপরাধে তোকে ভূতলে বারম্বার জন্ম গ্রহণ করিতে হইবেক এবং আমার স্তায় অনুরাগপরবশ হইয়া প্রিয়বিয়োগে দুঃসহ যন্ত্রণা অনুভব করিতে হইবেক ” বিনাপরাধে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।