পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরা । S○○* হইয়াছিল, তুরঙ্গমের ন্তায় লম্ফ প্রদানপূর্বক আমার উল্লঙ্ঘন করলি। অতএব তুরঙ্গম হইয়া ভূতলে জন্মগ্রহণ কর।” তৰ্জ্জনগর্জনপূর্বক এই বলিয়া শাপ প্রদান করিলেন । আমি বাষ্পাকলনয়নে কৃতাঞ্জলিপুটে নানা অহুনয় করিয়া কছিলাম ভগবন। বয়স্তের বিরহশোকে অন্ধ হইয়া এই দুষ্কৰ্ম্ম করিয়াছি, অবজ্ঞাপ্রযুক্ত করি নাই। এক্ষণে ক্ষমা প্রার্থনা করিতেছি। প্রসন্ন ঠইয়া শাপ সংঙ্গার করুন। তিনি কহিলেন আমার শাপ অন্যথা হইবার নহে। তুমি ভূতলে তুরঙ্গমরূপে অবতীর্ণ হইয়া যাহার বাহন হইবে তাহার মরণান্থে স্বান করিয়া আপন স্বরূপ প্রাপ্ত হইবে। আমি বিনয়পূর্বক পুনৰ্ব্বার কহিলাম ভগবন! শাপদোষে চন্দ্রমা মর্ত্যলোকে জন্ম গ্রহণ করিবেন। আমি যেন তাহারই বাহন হই। তিনি ধ্যান প্রভাবে সমুদায় অবগত হইয়া কহিলেন “ই, উজ্জয়িনী নগরে তারাপীড় রাজা অপত্য প্রাপ্তির আশয়ে ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান করিতেছেন। চন্দ্রম তাতারই অপত্য হইয়া ভূতলে অবতীর্ণ হইবেন। তোমার প্রিয়বয়স্ত পুণ্ডরীক ঋষিও রাজমন্ত্রী শুকনাসের ঔরসে জন্মগ্রহণ করিবেন। তুমি রাজকুমাররূপে অবতীর্ণ চন্দ্রের বাহন হইবে।” তাহার কথার অবসানে আনি সমুদ্রের প্রবাহে নিপতিত ও তুরঙ্গম রূপ ধারণ করিয়া তীরে উঠিলাম। তুরঙ্গম হইলাম বটে ; কিন্তু আমার জন্মান্তরীণ সঙ্গার বিনষ্ট হইল না। আমিই চন্দ্রাপীড়কে কিন্নরমিথুনের অনুগামী করিয়া এই স্থানে আনিয়াছিলাম। চন্দ্রাপীড় চন্দ্রের অবতার। যিনি জন্মান্তরীণ অনুরাগের পরতন্ত্র হইয়া তোমার প্রণয়াভিলাষে এই প্রদেশে আসিয়াছিলেন ও তোমার শাপে বিনষ্ট হইয়াছেন, তিনি আমার প্রিয় বয়স্ত পুওরীকের অবতার। ৮