পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাদম্বরী। و& {6<" মহাশ্বেত কপিঞ্জলের কথা শুনিয়া হা দেব ! জন্মান্তরেও তুমি আমার প্রণয়ানুরাগ বিস্তৃত হইতে পার নাই। আমারই অন্বেষণ করিতে করিতে এই স্থানে আগমন করিয়াছিলে, আমি নৃশংস৷ রাক্ষসী বারম্বার তোমার বিনাশের হেতুভূত হইলাম। দগ্ধ বিধি আমাকে আপন প্রয়োজন সম্পাদনের সাধন করিবে বলিয়াই কি এত দীর্ঘ পরমায়ু প্রদানপূর্বক আমায় নিৰ্ম্মাণ করিয়াছিল। কপিঞ্জল প্রবোধবাক্যে কহিলেন গন্ধৰ্ব্বরাজপুত্রি । শাপদোষে সেই সেই ঘটনা হইয়াছে, তোমার দোষ কি ? এক্ষণে যাহাতে পরিণামে শ্রেয় হয় তাহার চেষ্টা পাও । যে ব্রত অঙ্গীকার করিয়াছ তাহতেই একান্ত অনুরক্ত হও । তপস্যার অসাধ্য কিছুই নাই। পাৰ্ব্বতী যেরূপ তপস্যার প্রভাবে পশুপতির প্রণয়িনী হইয়াছেন তুমিও সেইরূপ পুণ্ডরকের সহধৰ্ম্মিণী হইবে, সন্দেহ করিও না। কপিঞ্জলের সাস্তুনাবাক্যে মহাশ্বেতা ক্ষান্ত হইলেন। কাদম্বরী বিষঃবদনে জিজ্ঞাসা করিলেন ভগবন! পত্ৰলেখাও ইন্দ্রাযুধের সহিত জলপ্রবেশ করিয়াছিল। শাপগ্ৰস্ত ইন্দ্রায়ুধ রূপ পরিত্যাগ করিয়া আপনি স্ব রূপ প্রাপ্ত হইলেন। কিন্তু পত্ৰলেখা কোথায় গেল, শুনিতে অতিশয় কৌতুক জন্মিয়াছে অনুগ্রহ করিয়া ব্যক্ত করুন। কপিঞ্জল কহিলেন জলপ্রবেশনিস্তর ষে যে ঘটনা হইয়াছে, তাহ আমি অবগত নহি। চন্দ্রেয় অবতার চন্দ্রপীড় ও পুওরাকের অবতার বৈশম্পায়ন কোথায় জন্ম গ্রহণ করিয়াছেন এবং পত্রলেখ কোথা গিয়াছে জানিবার নিমিত্ত কালত্রয়দর্শী ভগবান শ্বেতকেতুর নিকট গমন করি। এই বলিয়া কপিঙ্গল গগনমার্গে উঠিলেন। ৯