T>○b〜 কাদম্বরী । হৰ্ষোৎফুল্ললোচনে প্রিয়তমের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন, র্তাহাকে এক্ষণে দীনবেশে ও দুঃখিতচিত্তে তপশ্বিনীর আকার অঙ্গীকার করিতে হইল। বিকসিত কুসুম, সুগন্ধি চন্দন, সুরভি ধূপ, যাঙ্গ উপভোগের প্রধান সামগ্রী ছিল তাহা এক্ষণে দেবাচনায় নিযুক্ত হইল। এক্ষণে নিঝরবারি দর্পণ, গিরি গুঙ্গ গৃহ, লতা সখী, বৃক্ষগণ রক্ষক, তরুশাখা চন্দ্ৰাতপ ও কেকারব তন্ত্রীঝঙ্কার হইল। দূর হইতে আগমন করাতে এবং সহসা সেই তুঃসহ শোকানলে পতিত হওয়াতে কাদম্বরীর কণ্ঠ শুষ্ক হইয়াছিল ; তথাপি পান ভোজন কিছুই করিলেন না । সরোবরে স্নান করিয়া পবিত্র দুকুল পরিধান করিলেন এবং প্রিয়তমের পাদদ্বয় অঙ্কে ধারণ করিয়া দিবস অতিবাহিত করিলেন। রজনী সমাগত হইল। একে বর্ষাকাল, তাহাতে অন্ধকারাবৃত রজনী। চতুৰ্দ্দিকে মেঘ, মুষলধারে বৃষ্টি, ক্ষণে ক্ষণে বজ্রের নির্ঘাত ও মধ্যে মধ্যে বিদ্যুতের দুঃসহ আলোক। খদ্যোতমালা অন্ধকারাচ্ছন্ন তরুমণ্ডলীকে আবৃত করিয়া আরও ভয়ঙ্কর করিল। গিরিনিঝরের পতনশবদ, ভেকের কোলাহল ও ময়ূরের কেকারবে বন আকুল হইল। কিছুই দেখা যায় না। কিছুই কর্ণগোচর হয় না। কি ভয়ানক সময় ! এ সময়ে জনপদবাসী সাহসী পুরুষের মনেও ভয় সঞ্চার হয়। কিন্তু কাদম্বরী সেই অরণ্যে প্রিয়তমের মৃতদেহ সম্মুখে রাখিয়া নিৰ্ভয়ে সেই ভয়ঙ্করী বর্ষাবিভাবরী যাপিত করিলেন । ১১ প্রভাতে অরুণ উদিত হইলে প্রিয়তমের শরীরে দৃষ্ট পাত করিয়া দেখিলেন অঙ্গ প্রত্যঙ্গ কিছুমাত্র বিশ্রী হয় নাই ; বরং অধিক উজ্জল বোধ হইতেছে। তখন আহলাদতচিত্তে মদলেখাকে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।