কাদম্বরী । SSలS নেত্র পাত করা যার ধান্তমঞ্জরীর শোভা নয়ন ও মনকে পরিতৃপ্ত করে। জল দেখিলে আহলাদ জন্মে। চন্দ্রোদয়ে রজনীর সাতিশয় শোভ হয়। নভোমণ্ডল সৰ্ব্বদা নিৰ্ম্মল থাকে। ভীষণ বর্ষাকালের অপগমে শরৎকালের মনোহর শোভা দেখিয়া কাদম্বরীর দুঃখভারাক্রান্ত চিত্তও অনেক সুস্থ হইল। ১৪ একদা মেঘনাদ আসিয়া কহিল দেবি । যুবরাজের বিলম্ব হওয়াতে মহারাজ, মহিষী ও মন্ত্রী অতিশয় উদ্বিগ্ন হুইয়া অনেক দৃত পঠাইয়াছেন। আমরা তাহাদিগকে সমুদার বৃত্তান্ত শ্রবণ করাই। বাট যাইতে অনুরোধ করাতে কহিল আমরা একবার যুবরাজের অবিকৃত আকৃতি দেখিতে অভিলাষ করি। এত দূর আসিয়া যদি তদবস্থাপন্ন তাহাকে না দেখিয়া যাই, মহারাজ কি বলিবেন, মহিষীকে কি বলিয়া বুঝাইব ? এক্ষণে যাহা কৰ্ত্তব্য, করুন। উপস্থিত বৃত্তান্ত শ্রবণ করিলে শ্বশুরকুলে শোক তাপের পরিসীমা থাকিবে না এই চিন্তা করিয়া কাদম্বরী অত্যন্ত বিষন্ন হইলেন। বাষ্পাকুল লোচনে ও গদগদ বচনে কহিলেন ই তাহারা অযুক্ত কথা কহে নাই। যে অদ্ভূত অলৌকিক ব্যাপার উপস্থিত, ইহা স্বচক্ষে দেখিলেও প্রত্যয় হয় না। না দেখিয়া মহারাজের নিকটে গিয়৷ তাহারা কি বলিবে ? কি বলিয়াই বা মহিষীকে বুঝাইবে ? যাহাকে ক্ষণমাত্র অবলোকন করিলে আর বিশ্বত হইতে পারা যায় না, ভূত্যেরা তাহার চিরকালীন স্নেহ কিরূপে বিশ্বত হইবে ? শীঘ্র তাহাদিগকে আনয়ন কর। যুবরাজের অবিকৃত শরীরশোভা দেখিয়া তাহাদিগের আগমনশ্রম সফল হউক। অনন্তর দূতগণ আশ্রমে প্রবেশিয়া কাদম্বরীকে প্রণাম করিল এবং সজলনয়নে রাজ 33
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।