পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSలSల কাদম্বরী । বহির্গত না হই এ বার বলপূর্বক তোকে বহির্গত করিব। দেবি ! প্রস্তুত হও, এ সময় কালক্ষেপের সময় নয়। চন্দ্রাপীড় একাকী যাইতেছেন শীঘ্র তাহার সঙ্গী হইতে হইবে। আর বিলম্ব করা বিধেয় নয়। আঃ হতভাগ্য শুকনাস ! এখনও বিলম্ব করিতেছ । প্রাণ পরিত্যাগের এরূপ সময় আর কবে পাইবে ? এই বেলা চিত! প্রস্তুত কর। প্রজলিত অনলশিখা আলিঙ্গন করিয়া তাপিত অঙ্গ শীতল করা যাউক । ত্বরিতক সভয়ে বিনীতবচনে নিবেদন করিল মহারাজ ! আপনি যেরূপ সম্ভাবনা ও শঙ্কা করিতেছেন সেরূপ নয়। যুবরাজের শরীর প্রাণবিযুক্ত হইয়াছে ; কিন্তু অনিৰ্ব্বচনীয় ঘটনাবশতঃ অবিকৃত আছে। এই বলিয়া আকাশবাণীর সমুদায় বিবরণ, ইন্দ্রায়ুধের কপিঞ্জল রূপ ধারণ ও শাপ বৃত্তান্ত অবিকল বর্ণন করিল। উহা প্ৰৰণ করিয়া রাজার শোক বিস্ময়রসে পরিণত হইল। তখন বিস্মিতনয়নে শুকনাসের প্রতি দৃষ্টি পাত করিলেন। ১৯ স্বয়ং শোকাবে নিমগ্ন হইয়াও শুকনাস ধৈর্য্যাবলম্বনপূর্বক সাক্ষাৎ জ্ঞানরাশির ন্যায় রাজাকে বুঝাইতে লাগিলেন। কহিলেন মহারাজ ! বিচিত্র এই সংসারে প্রকৃতির পরিণাম, জগদীশ্বরের ইচ্ছ, শুভাশুভ কৰ্ম্মের পরিপাক অথবা স্বভাববশতঃ নানা প্রকার কার্য্যের উৎপত্তি হয় ও নানা বিধ ঘটনা উপস্থিত হইয়া থাকে। শাস্ত্রকারেরা এরূপ অনেক ঘটনা বর্ণনা করিয়াছেন যাহা যুক্তি ও তর্কশক্তিতে আপাততঃ অলীকরূপে প্রতীয়মান হয় ; কিন্তু বস্তুতঃ उषांश विथा नरश्। फूछत्रगछे ७ बिशत्रुम्भ अलिङ्कङ बाङि भञ्जপ্রভাবে জাগরিত ও বিষমুক্ত হয়। যোগপ্রভাবে যোগীরা সকল ভূমণ্ডল করতলস্থিত বস্তুর স্তায় দেখিতে পান । ধ্যানপ্রভাবে লোক