পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার। পঞ্চদশ পরিচ্ছেদ বৈশম্পায়নের শাপমুক্তি কথায় কথায় নিশাবসান ও পূৰ্ব্বদিক ধূসরবর্ণ হইল। পম্পসরোবরে কলহংসগণ কলরব করিয়া উঠিল । প্রভাতসমীরণ তপোবনের তরুপল্লব কম্পিত করিয়া মন্দ মন্দ বহিতে লাগিল, শশধরের আর প্রভা রহিল না। দূৰ্ব্বাদলের উপর নিশার শিশির মুক্তাকলাপের ন্যায় প্রভা পাইতে লাগিল। মহর্ষি হোমবেলা উপস্থিত দেখিয়া গাত্ৰোখান করিলেন। মুনিকুমারেরা এরূপ একাগ্রচিত্ত হইয়া কথা শুনিতেছিলেন এবং শুনিয়া এরূপ বিস্ময়াপন্ন হইলেন যে, মহৰ্ষিকে প্রণাম না করিয়াই প্রভাতকৃত্য সম্পাদন করিতে গেলেন। হরীত আমাকে লইয়া আপন পর্ণশালায় রাখিয়া নির্গত হইলেন। তিনি বহির্গত হইলে আমি চিন্তা করিতে লাগিলাম, এক্ষণে কি কৰ্ত্তব্য, যে দেহ প্রাপ্ত হইয়াছি ইহা অতি অকিঞ্চিৎকর, কোন কৰ্ম্মের যোগ্য নয়। অনেক সুকুত না থাকিলে মনুষ্যদেহ হয় না । তাহাতে আবার সর্ববর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকুলে জন্ম লাভ করা অতি কঠিন কৰ্ম্ম । ব্রাহ্মণকুলে জন্ম গ্রহণ করিয়া তপস্বিবেশে জগদীশ্বরের আরাধনা ও অপবর্গের উপায় চিন্তা করা প্রায় কাহারও ভাগ্যে ঘটিয়া উঠে না । দিব্যলোকে নিবাসের ত কথাই