পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ যুগলে যুগলে মিলন লক্ষ্মীর বাক্য শুনিবামাত্র রাজার জন্মান্তর বৃত্তান্ত সমুদায় স্মরণ হইল। তখন মকরকেতু কাদম্বরীকে তাহার স্মৃতিপথে উপস্থাপিত করিয়া শরাসনে শর সন্ধান করিলেন। তখন গন্ধৰ্ব্বকুমারী কাদম্বরীর বিরহবেদন রাজার হৃদয়ে অতিশয় যন্ত্রণা দিতে লাগিল। এ দিকে বসন্তকাল উপস্থিত। সহকারের মুকুলমঞ্জরী সঞ্চালিত করিয়া মলয়ানিল মন্দ মন্দ বহিতে লাগিল। কোকিলের কুকৃরবে চতুর্দিক ব্যাপ্ত হইল। অশোক, কিংশুক, কুরুবক, চম্পক প্রভৃতি তরুগণ বিকসিত কুসুম দ্বারা দিয়গুল আলোকময় করিল। অলিকুল বকুল পুষ্পের গন্ধে অন্ধ হইয়া ঝঙ্কারপূর্বক তাহার চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিল। তরুগণ পল্ললিত ও ফলভরে অবনত হইল। কমলবন বিকসিত হইয়া সরোবরের শোভা বৃদ্ধি করিল। ক্রমে মদনমহোৎসবের সময় সমাগত হইলে, একদা কাদম্বরী সায়াহ্নে সরোবরে স্নান করিয়া ভক্তিভাবে অনঙ্গ দেবের অর্চনা করিলেন । চক্রাপীড়ের শরীর ধৌত ও মাজ্জিত করিয়া গাত্রে হরিচন্দন লেপন করিয়া দিলেন এবং কণ্ঠদেশে কুমুমমালা ও কর্ণে অশোকস্তবক পরাইয়া দিলেন। উত্তম বেশভূষায় ভূষিত করিয়া সম্পূহলোচনে বারম্বার নিরীক্ষণ করিতে লাগিলেন। একে বসন্তকাল তাহাতে নির্জন প্রদেশ। রতিপতিও সময় বুঝিয়া অমনি