কাদম্বরী l bbూ4 জননীকে সমাগত দেখিয়া বিনীতভাবে প্রণাম করিবার নিমিত্ত মস্তক অবনত করিতেছিলেন, রাজা অমনি ভুজযুগল প্রসারিত করিয়া ধরিলেন। কহিলেন বৎস! জন্মান্তরীণ পুণ্যফলে তোমাকে পুত্ররূপে প্রাপ্ত হইয়াছি বটে ; কিন্তু তুমি সাক্ষাৎ ভগবান চন্দ্রমার মূৰ্ত্তি ! তুমিই সকলের নমস্ত ; তোমাকে দেখিয়া আজি আমি দেবগণ অপেক্ষাও সৌভাগ্যশালী হইলাম। আজি জীবন সার্থক ও ধৰ্ম্ম কৰ্ম্ম সফল হইল। বিলাসবর্তী পুনঃ পুনঃ মুখচুম্বন ও শিরোম্ৰাণ করিয়া সস্নেহে পুত্রকে ক্রোড়ে করিলেন। র্তাহার কপোলযুগল হইতে আনন্দাশ্র বহিতে লাগিল। অনন্তর চন্দ্রপীড় শুকনাস ও মনোরমাকে প্রণাম করিলেন। তাহারাও যথোচিত স্নেহ প্রকাশপুৰ্ব্বক যথাবিহিত আশীৰ্ব্বাদ করিলেন। ইনিই বৈশম্পায়নরূপে আপনাদিগের পুত্র হইয়াছিলেন বলিয়া চন্দ্রপীড় পুণ্ডরীকের পরিচয় দিলেন । পুণ্ডরীক জনক জননীকে ভক্তিভাবে প্রণাম করিলেন। কপিঞ্জল কহিলেন শুকনাস। মহর্ষি শ্বেতকেতু আপনাকে বলিয়া পাঠাইলেন “আমি পুণ্ডরীকের লালন পালন করিয়াছি বটে, কিন্তু ইনি তোমার প্রতি সাতিশয় অনুরক্ত । অতএব তোমার নিকটেই পাঠাইতেছি । ইহাকে বৈশম্পায়ন বলিয়া জ্ঞান করিও, কদাচ ভিন্ন ভাবিও না ।” শুকনাস কহিলেন মহৰ্ষির আদেশ গ্রহণ করিলাম, তিনি যাহা আজ্ঞা করিয়াছেন তাহার অন্যথা হইবেক না । বৈশম্পায়ন বলিয়াই আমার জ্ঞান হইতেছে। এইরূপ নানা কথায় রজনী প্রভাত হইল। প্রাতঃকালে চিত্ররথ ও হংস, মদিরা ও গৌরীর সহিত তথায় আসিয়া উপস্থিত হইলেন। সমুদায় গন্ধৰ্ব্বলোক আহ্বাদে পুলকিত হইয়া আগমন করিল। ২
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।