এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাদম্বরী। ১৮৭৯ হইল ; কিন্তু সেই পত্ৰলেখা কোথায় গেল জানিতে বাসনা হয়। চন্দ্র্যপীড় কহিলেন প্রিয়ে ! আমি শাপগ্ৰস্ত হইয়া মৰ্ত্ত্যলোকে জন্ম গ্রহণ করিলে, রোহিণী আমার পরিচর্য্যার নিমিত্ত পত্ৰলেখারূপে অবতীর্ণ হইয়াছিলেন। র্তাহাকে পুনৰ্ব্বার চন্দ্রলোকে দেখিতে পাইবে । এই বলিয়া তাহার কৌতুক ভঞ্জন করিয়া দিলেন। চন্দ্রাপীড় হেমকূটে কিছু কাল বাস করিয়া আপন রাজধানী উজ্জয়িনী নগরে গমন করিলেন। তথায় পুণ্ডরীকের প্রতি রাজ্য শাসনের ভার দিয়া, কখন গন্ধৰ্ব্বলোকে, কখন চন্দ্রলোকে, কখন পিতার আশ্রমে, কখন বা পরম রমণীয় সেই সেই প্রদেশে বাস করিয়া সুখ সম্ভোগ করিতে লাগিলেন । ৫ সম্পূর্ণ