উীক ও ভিক্সনী 名来源 কাদম্বরী—প্রধান নায়িকার নাম হইতে গ্রন্থের নামকরণ ; কাদম্ব =কদম্ব গাছ, আক, বালহাস ; কাদম্বর=দধির সর, কদম ফুল হইতে যে মদ তৈয়ার হইত, আকের গুড় ; কাদম্বরী=সরস্বতী, শারিক, কোকিলা ; কু ( নীল )-অম্বর (दश)=रुक्षत्र (বলরাম ) +ষ্ণ+ঈপ, গৌড়ী মদিরা, বলরাম যে মদ সেবা করিতেন। ১ম পরিচ্ছেদ ধী—বুদ্ধি, প্রতিভা । বদান্য—বদন্য-দাতা, সদ্বক্তা। বিদিশা —মালবের অন্তর্গত বেত্রবতী নদীতীরস্থ নগর ; বর্তমান নাম ভিলশ, ইহা গোয়ালিয়র রাজ্যের মধ্যে অবস্থিত। নদী বেগবতী হইয়া প্রবাহিত হইতেছে—‘নদী’র দুইটি বিশেষণ, বেগবতী’ ও ‘প্রবাহিত’ ; লক্ষ্য করিতে হইবে বিধেয় বিশেষণটি স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হয় নাই। আশেষ দেশ-—এখন প্রয়োগ করা হয়, ‘বহু দেশ’, ‘অনেক দেশ’ ; ‘অশেষ দুঃখ’, ‘অশেষ যন্ত্রণা’ ইত্যাদি। করেন—ক্রিয়ার কাল লক্ষণীয়। আপন আমাত্য—নিজের মন্ত্রী। অন্যান্য রাজকুমার— অন্যান্য অধীন রাজাদের কুমার ; নিজের মন্ত্রী এবং অপর রাজাদের কুমারগণের সহিত। প্রতীহারা--প্রতিহারী—প্রতি-স্ব (হরণনিবারণ অর্থে ) +ঘঞ =প্রতিহার=দ্বার বা দ্বারপাল, স্ত্রীলিঙ্গে প্রতিহারী=স্বারপালিকা ; প্রতিহারী—প্ৰতীহারী= প্রতিহার ( দ্বার )
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।