পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিল্পনী • షిపో তাহার পরিপাক-শক্তি, জঠরাগ্নি অতি তীব্র ও তীক্ষ ছিল বলিয়া । ১৮ দুরবস্থাপন্ন—দুঃ+ অবস্থা+আপন্ন (বিপন্ন, বিপদগ্রস্ত) ; দুরাবস্থা’ শব্দ ভূল। হইবেক—লক্ষ্য করিতে হইবে, বিদ্যাসাগর বা তারাশঙ্করের সময়ে হইবের, থাকিবের পরিবর্তে হইবেক’, ‘থাকিবেক’ প্রভৃতি ব্যবহৃত হইত ; কিন্তু পুস্তক-মধ্যে দুই-এক স্থলে হইবেও মুদ্রিত হইয়াছে ; ইহা কি মুদ্রাকর-প্রমাদ ? ১৯ কুতুহল—‘কৌতুহলীও হয় ; কৌতুহল ও কৌতুক-এর বাগান লক্ষণীয়। চক্ষু নিক্ষেপ করিলেন--নিক্ষেপ করা এই দুইটি শব্দ একত্র বাঙ্গালার ক্রিয়াপদ, পূৰ্ব্বে এই বিষয় বিশেষ করিয়া বলা হইয়াছে ; এখন অনেকের ঝোক সমাস করিয়া 'চক্ষুর্মিক্ষেপ করা ; দিগগজ পণ্ডিতেরা যখন সমাস না করিয়া খাটি বাঙ্গাল ক্রিয় রূপটি ব্যবহার করিয়া গিয়াছেন, তখন আমরা পাণ্ডিত্য প্রকাশ করিতে গিয়া ব্যাকরণ ভুল করিয়া বসিয়া অনর্থক বিড়ম্বনা ঘটাই কেন ? অর্থাৎ "পাণ্ডিত্য-প্রকাশ’ না করিয়া মহাজনগণের পথে চলিয়া “পাণ্ডিত্য প্রকাশ করাই ভাল নয় কি ? কালক্রয়দর্শী—ত্রিকালজ্ঞ, যিনি অতীত, বৰ্ত্তমান ও ভবিষ্যৎ দেখিতে পান। জন্মাস্তরে—পূৰ্ব্বজন্মে। ২• দ্বহমান—দুহ,*শান ; যাহাকে দোহন করা হইতেছে। এই সময় সময় পাইয়া—এই সময় অবসর বা অবকাশ বা উপযুক্ত সময় পাইয়া । সমুদায়-সমুদয়—সমগ্র। বিকসিত—বিকশিত— প্রস্ফুটিত। দগু—ষাট পল বা চব্বিশ মিনিটে এক দণ্ড। ২২ - তালবৃন্ত--তাল পাতার পাখা ; তালের বৃন্তের (বোটার) মত