*SSb~ কাদম্বরী , যাহার বাট, অথবা যাহার বৃন্ত (বাট) তালে ( করতলে ) থাকে। ২৩ ২য় পরিচ্ছেদ অবস্তি—মালব ; ইহার রাজধানী উজ্জয়িনী’কেও অবস্তি, অবন্তী বা অবস্তিকা বলা হইত ; শিপ্রা নদীকেও অবন্তী বলা হয় ; উজ্জয়িনীর বর্তমান নাম উজিন ; বর্তমানে ইহা গোয়ালিয়র রাজ্যের অন্তর্গত ; পুরাণে লিখিত আছে, শিপ্রা ও অবন্তী দুইটি বিভিন্ন নদী ; অবস্তিকা নগরী প্রসিদ্ধ তীর্থস্থান : - অযোধ্য মথুরা মায়া কাশী কাঞ্চী অবস্তিকা । পুরী দ্বারাবতী চৈব সপ্তৈতা মোক্ষদায়িকাঃ। দুরবগাহ—দুঃ+অবগাহ (অন্তঃপ্রবেশ ), দুজ্ঞেয়, যাহার ভিতরে প্রবেশ করা দুরূহ। ১ অতিশয় দুঃখিত থাকেন—ক্রিয়ার কােল লক্ষণীয়। অঙ্গরাগ—অঙ্গের রাগ ( রঞ্জন-দ্রব্য ), কুঙ্কুম, চন্দন প্রভৃতির দ্বারা গাত্রলেপন। দ্বিগুণতর—“তর প্রত্যয়-যুক্ত না হইলেই ভাল ছিল । চক্ষুর জল— গ্রন্থকার “স্বচক্ষে’ শব্দ ব্যবহার করিয়াছেন, কিন্তু চক্ষের’ না লিথিয়া ‘চক্ষুর জল লিখিয়াছেন। ২ মহাকালের মন্দির—উজ্জয়িনীতে এই মন্দির আজও বর্তমান । উন্মন ও উৎকণ্ঠিতা—উন্মনস্ শব্দের প্রথমার একবচনে উন্মনা: হয়, পুং বা স্ত্রীলিঙ্গ , বিসর্গ বাদ দিয়া প্রয়োগ করা হইয়াছে; ইহার শেষে আকার আছে, সেই জন্ত শ্রুতিমধুর হইবে বলিয়া উৎকণ্ঠিতাও স্ত্রীলিঙ্গে
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।