ఫిQo কাদম্বরী: হয়েন—এখন 'হন’ লেখা হয়, তবে শ্ৰীযুক্ত খগেন্দ্রনাথ মিত্র ও হেমেন্দ্রপ্রসাদ ঘোষ-প্রমুখ প্রসিদ্ধ লেখকগণ এখনও হয়েন’-এর মায়। কাটাইয়া উঠিতে পারেন নাই। পুরন্ধী—পতিপুত্রপুত্ৰীবতী রমণী ; কুটুম্বিনী ; রাণী নিজে নিঃসন্তান বলিয়া সন্তানবতী রমণীকে স্বপ্নের ফলাফল জিজ্ঞাসা করিতেন, অর্থাৎ তাহারা সন্তানবতী হইবার পূৰ্ব্বে হয়ত ঐক্লপ স্বপ্ন দেখিয়া থাকিবেন, ইত্যাদি বিষয় চিন্ত৷ করিয়া । ৫ রাত্রিশেষে—অনেক জাতির বিশ্বাস, শেষ রাত্রির বা প্রাতঃকালের To Fifft FLF : “And thrice in the morning I dreamt it again, তুলনীয় ; একটু পরেই শুকনাসের উক্তিতে ইহার উল্লেখ আছে। উৎসঙ্গ—ক্রোড়, কোল। পুওরীক—শ্বেত পদ্ম। ৬ উপচয়—বৃদ্ধি, পুষ্টি। ভূম্ভিকা—জ্বম্ভ বা জ্বম্ভণ অর্থে হাই ( তোলা), বিশেষ্য ; জুস্তক এবং স্ত্রীলিঙ্গে জ্বন্তিকা বিশেষণ, যে ব্যক্তি হাই তুলিতেছে, জ্বম্ভণকারী বা জ্বম্ভণকারিণী ; এখানে ভূম্ভিক হাই অর্থে বিশেষ্যরূপে ব্যবহৃত হইয়াছে। উঠতে লাগিল—ক্রিয়াপদটি বিশেষরূপে লক্ষণীয়, ইহার দুইটি কৰ্ত্তা, ভূম্ভিকা ও জল। ৭ প্রদোষ—সায়ংকাল, রাত্রির প্রথম চার দণ্ড। রাজার কর্ণে...... সংবাদ কছিল-কাণের কাছে চুপি চুপি বলিল, যেন অন্তের কর্ণগোচর না হয়। পরা কাষ্ঠা—পরা (অত্যন্ত )+কাষ্ঠ ( শেষ-সীমা) =একেবারে শেষ-সীমা ; দুইটিই স্ত্রীলিঙ্গ, সেই জন্য সমাস না করিয়া, একপদ না করিয়া, পৃথক্ করিয়া লেখা উচিত ; সমাস করিলে **ब्ररुॉर्छ' श्ब्र ; क्लांब्रांनंझब्र जषांन बी कब्रिग्रां द्वैिकहे रुबिब्रांtइन,
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।