Ro8 কাদম্বরী সামন্ত-মণ্ডল, শ্রেষ্ঠ প্রজা। প্রজাগণ কি......অবতীর্ণ হইয়াছ— Afossowiń (construction of the sentence) #To a সন্ধ্যারাগে—সন্ধ্যার রক্তিমাভায় । চক্ৰবাকমিথুন—চক্রবাকদম্পতী, চকাচকী ; এইরূপ কিংবদন্তী আছে যে, চক্রবাকমিথুন রাত্রিতে একসঙ্গে থাকিতে পায় না। সম্মানিত ব্যক্তিরা.আশ্রয় করিলেন-দৃষ্টান্ত অলঙ্কার। স্বৰ্য্য রূপ সিংহ. জগৎ আক্রমণ করিল-রূপক অলঙ্কার ; ধ্বাস্ত = অন্ধকার ; সূর্য্য, চন্দ্র ও অগ্নিকে ধ্বাস্তারি বা ধ্বাস্তারাতি ( অরাতি ) বলা হয় । অশ্রজল—“অশ্রু বা ‘নয়নজল লেখা উচিত ছিল। ক্ষেপ—ক্ষেপণ—অতিবাহন। ১০ স্বীকারপূর্বক—গ্রহণ বা ধারণ করিয়া। ভল্ল-বর্শা। নারাচ– আগাগোড়া লোহার বর্শা। সারঙ্গ—সিংহ, হস্তী, হরিণ, ময়ুর প্রভৃতি অনেকগুলি বিভিন্ন জাতীয় পশুপক্ষীকেই সারঙ্গ বলা হয় । ১১ কৃষ্ণুকী—(কিন্) অন্তঃপুরের বৃদ্ধ ব্রাহ্মণ রক্ষক ; অনেক সমর ক্লীব ও খোজাদিগকেও এই পদে নিযুক্ত করা হইত ; কষ্ণুক=কবচ, বৰ্ম্ম, সাজোয়া ; কষ্ণুক অস্ত্যৰ্থে ইন্। ১৩ ৪র্থ পরিচ্ছেদ সামগ্ৰীসম্ভার—দ্রব্যসমূহ। ১ অধীন—আশ্রিত, আয়ন্ত, অমুগত ; বিশেষণ ; সুতরাং অধীনস্থ শত্ৰ ভুল ; স্ত্রীলিঙ্গে অধীনা, অধীনী নহে। অনর্থপরম্পরা— অনিষ্টের ধারা বা ক্রম ; পুরস্পরা=একটির পর একটি, তারপর আর একটি এইরূপ ভাব । ২ - - - - - -
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।