পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা N3 द्वैिश्रनी Rరిని প্রণয়কোপ—প্রণয়জাত ক্ৰোধ ॥ ৬ একাবলীমালা—একনর হার । ৭ মুনিবেশে আর গ্রাম্যতা রহিল না--মুনিবেশকে আর পাড়াগেয়ে { সভ্যতাহীন ) বলিয়া মনে হইল না । ৮ তুমি বালিকা বট—তারাশঙ্করের সময়েও আমি বটি, তুমি বট. এবং সে বটে লিখিত হইত ; বট=হওয়া ; এখন উত্তম, মধ্যম ও প্রথম, তিনটি পুরুষেই ‘বটে’ ব্যবহৃত হয়। ৯ ৭ম পরিচ্ছেদ রাগ—দুইটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছে ; হৃদয়ের পক্ষে “অমুরাগ’ এবং পশ্চিমদিকের পক্ষে “রক্তিমবর্ণ ; যমক অলঙ্কার। কপিঞ্জল—চাতক পক্ষী। ১ অপবর্গ—মুক্তি, ত্যাগ, ফলসিদ্ধি। মুহৃৎ—বন্ধু ; মুহৃৎ, মিত্র ও সখী এই চারটি শবের অর্থগত প্রভেদ এইরূপ — ‘অত্যাগসহনো বন্ধুঃ সদৈবানুমতঃ সুহৃৎ। একত্ৰিয়ং ভবেক্ষিত্ৰং সমপ্রাণঃ সখা মত: ॥ ২ কতই বা ভয় উপস্থিত হইল—এরূপ স্থলে আজকাল ‘বা’ না লিথিয়া না লেখা হয়। কিম্বা-বাণান লক্ষণীয়। ৩ উপদেশ দি—কথ্য ভাষায় দিই’-এর বদলে ‘দি লিখিত হইত। পদবী—পদবি—পথ। কুবলয়—পদ্ম। ক্ষুভিত—ব্যাকুলিত, বিচলিত ; ক্ষুভ +ক্ত=স্কুদ্ধ এবং ক্ষুভিত দুই-ই হয়। • আশীবিষ-সৰ্প, আলী=ান্ত। ৬ 28