পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छैोको e छिनौ ২১১ কেয়ূর-উপর হাতে যে অলঙ্কার ধারণ করা হয়, যেমন, তাগা, বাজু, অনন্ত, তাড় প্রভৃতি। পবর-স্থল, পুষ্ট, বলিষ্ঠ। ১• আশার কি অসীম প্রভাব । যাহার প্রভাবে লোকেরা তরঙ্গাকুল ভীষণ সাগর পার হইয়া অপরিচিত ও অজ্ঞাত দেশে প্রবেশ করে— শ্ৰীযুক্ত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মণিলাল গঙ্গোপাধ্যায় কর্তৃক সম্পাদিত “কাদম্বরী’র ষষ্ঠ সংস্করণে (১৩২৬) এই স্থলের ব্যাখ্যায় লিখিত হইয়াছে, “বাণভট্টের সময়েও সমুদ্রযাত্রা নিষিদ্ধ হয় নাই। বোধহয় ভারতবর্ষীয়গণ তখনে সাগরপারে যাতায়াত করিত।” কিন্তু মূল কাদম্বরী তন্ন তন্ন করিয়া খুজিয়াও সমুদ্রযাত্রার ইঙ্গিত মাত্র কোথাও পাই নাই ; মূলে আছে, “আশয়া হি কিমিব ন ক্রিয়তে।” অর্থাৎ লোকে আশাতে কি না করে? আশার সম্বন্ধে শুধু এই একটি মাত্র বাক্য বাণভট্ট প্রয়োগ করিয়াছেন, এ ছাড়া আশা-সম্বন্ধে বাণভট্টের আর কোনও উক্তি বা উচ্ছ্বাস বা উপমা মূলে নাই ; “যাহার প্রভাবে ...•• কালযামিনী কথঞ্চিৎ অতিবাহিত হইল।” আশা-সম্বন্ধে এই সমস্ত মন্তব্য তারাশঙ্করের নিজের,—বাণভট্টের নহে ; মৌলিক গবেষণাপূৰ্ব্বক বাহাদুরী করিতে গিয়া অপূৰ্ব্ব অজ্ঞতা ও অনবধানত প্রকাশ পায় নাই কি ? অপেক্ষী—সম্বন্ধ। ১১ ভারভূত-ভারস্বরূপ। একশেষ—পরা কাষ্ঠী, চরম ; বাঙ্গালা শবদ । ১২ ব্যামোহ—অজ্ঞান, মোহ ; বাঙ্গালী ব্যামো (রোগ, পীড়া ) শব ইহার অপভ্রংশ। ১৪