পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী ఫిస్సెరి দিক (দিশ, ) শব্দ স্ত্রীলিঙ্গ, সেই জন্য তন্ময়ী দিক্‌ লেখা হইয়াছে ; চার দিকেই যেন কাদম্বর বিরাজিত, চার দিকই যেন কাদম্বরীময় । ৭ হিমগৃহ—ঠাণ্ডা ঘর, গ্রীষ্মাতিশয্যে যে গৃহমধ্যে বাস করা হয়। ১• ১১শ পরিচ্ছেদ দ্রবিড়দেশ-ভারতের দক্ষিণ সীমায় অবস্থিত দেশ , এখন দ্রবিড় বা দ্রাবিড় নামে কোন দেশ নাই, দ্রাবিড় অর্থে দক্ষিণাত্য প্রদেশের কয়েকটি জাতি ও ভাষা। পরিব্রাজিকা—ত্ৰমণকায়িণী। কাণ— একচক্ষুহীন, কাণা। রাত্ৰ্যন্ধ—রাতকাণা। পুষ্পকরণ্ডক-ফুলের সাজি। আঙ্গুশিক—আঁকশি। ৩ প্ৰব্ৰজ্যা—সন্ন্যাস। অবরোধ—অন্তঃপুর । ৪ শূৰ্ত্তি—ফুরণ । জন্মান্তরে-পরজন্মে ; জন্মান্তর অর্থে পূৰ্ব্বজন্মও বুঝায় ; এইরূপ অর্থে প্রয়োগ পূৰ্ব্বে অনেক বার পাওয়া গিয়াছে। ৫ মদনলেখন—প্রেমপত্র । ৬ জালাবলী—অগ্নিশিখা সকল। ধৰ্মপুটল—ধম=অগ্নিসংযোগকারী, যে আগুন ধরাইয়া দেয় ; পটল=সমূহ ; আগুন ধরাইয়া দিবার বস্তুগুলি। সাহসকারিণী—অবিমূৰ্য্যকারিণী ; অবিবেচিত বা সহসা ক্লত কৰ্ম্মকেও ‘সাহস’ বলে । বেশবনিতা—বো, বারনারী । এই কথা বলিয়া পত্ৰলেখা ক্ষান্ত হইল—এইখানে মূল সংস্কৃত কাদম্বরীর পূৰ্ব্বভাগ সমাপ্ত হইয়াছে ; মূল গ্রন্থ দুই ভাগে বিভক্ত : পূৰ্ব্বভাগ ও উত্তরভাগ ; কথিত আছে, পূৰ্ব্বভাগ লিখিয়া বাণভট্ট মারা যান, তারপর তাহার পুত্র উত্তরভাগ লিথিয়া গ্রন্থখানি সম্পূর্ণ করেন । ৭