টীকা ও টিপ্পনী ఫి$(' ব্যালসন্থল—শ্বাপদপূর্ণ, হিংস্র-পশু-পরিপূর্ণ। ৬ জীবননিবন্ধন–জীবনহেতু, জীবনের অবলম্বন। পরিবোধন— সম্যক্ বোধ- বা জ্ঞান-দান। মধ্যভাগ—কটি, কোমর । ৭ বিশেষ—পার্থক্য, প্রভেদ। কেতকী—কেয়াফুল। কুটজ— পাহাড়ী মল্লিকা ; কুর্চি গাছ। চাপ—ধন্থ। গুণ—ধন্থকের ছিল । ৯ তিৰ্য্যক--পশুপক্ষী। যথেষ্টাচারী—স্বেচ্ছাচারী ; পক্ষী ; যথেষ্টাচারী অর্থে পক্ষীও বুঝায় বলিয়া ইচ্ছা করিয়া যথেচ্ছাচারীর পরিবর্তে “যথেষ্টাচারী প্রয়োগ করা হইয়াছে। ১৫ ১৪শ পরিচ্ছেদ ভগবতি—পূজ্যে, মাননীয়ে । ১ সহকারপোতক—আমের ੱਗ ; পোতক =শাবক। গতমাত্ৰ— গমনমাত্র, গিয়াই। জীবঞ্জীবক-চকোর পার্থী। ৪ বৈমানিক-আকাশবিহারী, থেচর ; বিমান+ষ্ণিক ; এই বিমান’ শব্দের অর্থ লইয়া বহু কাল হইতে বিস্তর গণ্ডগোল চলিয়া আসিতেছিল, আবার এই এরোপ্লেনের যুগে গোলযোগ পুনরায় পাকিয়া উঠিয়াছে ; অনেকে বলেন, “বিমান অর্থে "আকাশ’ বুঝায় না, আকাশ অর্থে বিমান শব্দ সংস্কৃত সাহিত্যে কোথাও ব্যবহৃত হয় নাই ; র্তাহারা বলেন, বিমান অর্থে ‘আকাশগামী রথ বা যান’ ; বৈমানিক, বিমানচারী বা বিমানবিহারী অর্থে যাহারা আকাশ-রথে ভ্ৰমণ করে ; কিন্তু অপর পক্ষ বলেন, বিমান অর্থে আকাশ এযং আকাশগামী রথ দুই-ই ; “বিমান শব্দের অর্থ-নিষ্পত্তি এখনও হয় নাই। ৭
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।