পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৮ কাদম্বরী ১৫শ পরিচ্ছেদ কথায় কথায়—মহর্ষি জাবালি কর্তৃক শুকের বৃত্তান্ত কথিত হইতে হইতে। ১ ক্রিয়া—বজ্ঞাদি অনুষ্ঠান। প্রত্যভিজ্ঞা—প্রতি+অভিজ্ঞ, অভিজ্ঞ= প্রথম-উৎপন্ন জ্ঞান, আন্তজ্ঞান ; সাবেক জ্ঞানের পুনরাবিভৰ্ণব। ৩ জম্বুনিকুঞ্জে-জাম গাছের ঝোপে। ৪ প্ৰগল্‌ভবচনে—নিলজ বাক্যে, বাচালতাপূর্ণ কথায় । ৮ ১৬শ পরিচ্ছেদ মদনমহোৎসব—পৌরাণিক ও ঐতিহাসিক যুগে বসন্ত ঋতুর সমাগমে মদনোৎসব’ নামক উৎসব ঘরে ঘরে অতুষ্ঠিত হইত : কৰ্ম্মপদেবের পূজা হইত এবং গীত, বাদ্য ও ভূরিভোজে জনগণ আত্মনিয়োগ করিত ; এখন দোল পূর্ণিমার উৎসবে ঐ মহোৎসবের কিঞ্চিৎ নিদর্শন বর্তমান আছে। হরিচন্দ্রন—একপ্রকার মুগন্ধি কাষ্ঠ ; কুঙ্কুম। ভীরু-ভীতস্বভাবে ; কাদম্বরী ভয়ে কঁাপিতেছিলেন, সেই জন্স র্তাহাকে ভীরু বলিয়া সম্বোধন করা ঠিকই হইয়াছে, কিন্তু এই ‘ভীরু সম্বোধনের মধ্যে আর একটি গৃঢ় তাৎপৰ্য্য লুকাইয়া আছে : ভীরু বা তীর অর্থে স্ত্রী- বা নায়িক-ভেদ বুঝায় ; বিভিন্ন শ্রেণীর নায়িকাগণ-মধ্যে যাহারা ‘নবোঢ়া’-শ্রেণীভূক্ত, তাহাদিগকেও "ভীরু” বলা হয় ; নবোচা আবার তিন ভাগে বিভক্ত: স্বকীয়া, পরকীয়৷ ও সামান্য ; কাদম্বরী সামান্ত-নবোড়-পর্য্যায়ভুক্ত নায়িক সামান্য