পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টীকা ও টিপ্পনী * নবোঢ়ার অবস্থা নিম্নে উদ্ধত কবিতাংশ হইতে সম্যক বুঝিতে পারা যাইবে – “কি ছীর ধনের আশে আইনু তোমার পাশে আগে জানিতাম নাহি এত দায় হবে হে । মুখ দেখি শোষে মুখ বুক দেখি কাপে বুক মনে হতে মনে পড়ে কিসে প্রাণ রবে হে ॥ কেব। ইহ। সহিবেক অীমা হতে নহিবেক ক্রুদ্ধ হও যদি নিজ ধন ফিরে লবে হে। যেবা তীর্থে নাইলাম তারি পুণ্য পাইলাম অতঃপর ক্ষম৷ দেহ—আমারে না সহে হে। ১