কাদম্বরী । পক্ষিরত্ন তদীয় পাদপদ্মে সমর্পণ করিতে আসিয়াছি। দ্বারে দণ্ডায়মান আছে অনুমতি হইলে আসিয়া পাদপদ্ম দর্শন করে। ১ রাজা প্রতীহারীর বাক্য শুনিয়া সাতিশয় কৌতুকাবিষ্ট হইলেন এবং সমীপবৰ্ত্তী সভাসদগণের মুখাবলোকনপূর্বক কহিলেন কি হানি আছে লইয়। আইস । প্রতীহারী যে আজ্ঞা বলিয়া চণ্ডালকন্তাকে সঙ্গে করিয়া আনিল। চণ্ডালকন্ত সভামগুপে প্রবেশিয়া দেখিল উপরে মনোহর চন্দ্ৰাতপ, চন্দ্রতপের চতুর্দিকে মুক্তাকলাপ মালার ন্যায় শোভা পাইতেছে ; নিম্নে রাজা স্বর্ণময় অলঙ্কারে ভূষিত হইয়া মণিময় সিংহাসনে বসিয়া আছেন ; সমাগত রাজগণ চতুদিকে বেষ্টন করিয়া রহিয়াছেন। অন্যান্ত পৰ্ব্বতের মধ্যগত হইলে সুমেরুর যেরূপ শোভা হয়, রাজা সেইরূপ অপূৰ্ব্ব শ্ৰী ধারণ করিয়া সভামণ্ডপ উজ্জল করিতেছেন। চণ্ডালকন্ত সভার শোভা দেখিয়া অতিশয় চমৎকৃত হইল এবং নৃপতিকে অনন্তমনা করিবার আশয়ে করস্থিত বেণু্যষ্টি দ্বারা সভাকুটিমে এক বার আঘাত করিল। তালফল পতিত হইলে অরণ্যচারী হস্তিযুথ যেরূপ সেই দিকে দৃষ্টি পাত করে, বেণুষষ্টির শব্দ শুনিবামাত্র সেইরূপ সকলের চক্ষু রাজার মুখমণ্ডল হইতে অপস্থত হইয়া সেই দিকে ধাবমান श्ल । २ রাজাও সেই দিকে দৃষ্টি পাত করিয়া দেখিলেন অগ্ৰে এক জন বৃদ্ধ, পশ্চাতে পিঞ্জরহস্ত একটি বালক এবং মধ্যে এক পরমসুন্দরী কুমারী আলিতেছে। কস্তার এরূপ রূপলাবণ্য যে, কোন ক্রমেই তাহাকে চণ্ডালকন্যা বলিয়া বোধ হয় না। রাজা তাহার নিরুপম সৌন্দৰ্য্য ও অসামান্ত সৌকুমার্ষ্য অনিমিষলোচনে অবলোকন
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।