কাদম্বরী। ●。 করিয়া বিস্ময়াপন্ন হইলেন। ভাবিলেন বিধাতা বুঝি হীনজাতি বলিয়া ইহাকে স্পর্শ করেন নাই, মনে মনে কল্পনা করিয়াই ইহার রূপলাবণ্য নিৰ্ম্মাণ করিয়া থাকিবেন । তাহা ন হইলে এরূপ রমণীয় কান্তি ও এরূপ অলৌকিক সৌন্দর্য্য কিরূপে হইতে পারে। স্বাহা হউক, চণ্ডালের গৃহে এরূপ মুনারী কুমারীর সমুদ্ভব নিতান্ত অসম্ভব ও আশ্চর্য্যের বিষয় । এইরূপ ভাবিতেছিলেন এমন সময়ে কন্যা সম্মুখে আসিয়া বিনীতভাবে প্রণাম করিল। বৃদ্ধ পিঞ্জর লইয়া কৃতাঞ্জলিপুটে সম্মুথে দণ্ডায়মান হইয়া বিনয়বচনে নিবেদন করিল মহারাজ ! পিঞ্জরস্থিত এই শুক, সকল শাস্ত্রের পারদর্শী, রাজনীতিপ্রয়োগবিষয়ে বিলক্ষণ নিপুণ, সদ্বক্ত, চতুর, সকলকলাভিজ্ঞ, কাব্য নাটক ইতিহাসের মৰ্ম্মজ্ঞ ও গুণগ্রাহী । যে সকল বিদ্যা মনুষ্যেরাও অবগত নহেন সমুদায় ইহার কণ্ঠস্থ । ইহার নাম বৈশম্পায়ন। ভূমণ্ডলস্থ সমস্ত নরপতি অপেক্ষ আপনি বিদ্বান ও গুণগ্রাহী, এই নিমিত্ত আমাদিগের স্বামিদুহিতা আপনার নিকট এই শুকপক্ষী আনয়ন করিয়াছেন। অনুগ্রহপূর্বক গ্রহণ করিলে ইনি আপনাকে চরিতার্থ বোধ করেন । এই বলিয়া সম্মুখে পিঞ্জর রাখিয়া কিঞ্চিৎ দূরে দণ্ডায়মান হইল। ৩ পিঞ্জরমধ্যবৰ্ত্তী শুক দক্ষিণ চরণ উন্নত করিয়া মহারাজের জয় হউক বলিয়া আশীৰ্ব্বাদ করিল। রাজা শুকের মুখ হইতে অর্থযুক্ত সুস্পষ্ট বাক্য শ্রবণ করিয়া বিস্মিত ও চমৎকৃত হইলেন। অনন্তর কুমারপালিতকে সম্বোধন করিয়া কহিলেন দেখ অমাত্য ! পক্ষিজাতিও মুস্পষ্টরূপে বর্ণোচ্চারণ করিতে ও মধুরস্বরে কথা কহিতে পারে। আমি জানিতাম পক্ষী ও পশু জাতি কেবল আহার, নিদ্রা,
পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।